South Dinajpur: শাসক নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, CBI চাইছেন খোদ তৃণমূল বুথ সভাপতি

Rupak Sarkar | Edited By: Soumya Saha

Aug 15, 2023 | 5:46 PM

TMC in Kushmandi: প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেটি চকলেট বোমার দাগ বলেই মনে করছে পুলিশ। জেলার পুলিশ সুপার রাহুল দে জানাচ্ছেন, ঘটনাটি বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

South Dinajpur: শাসক নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, CBI চাইছেন খোদ তৃণমূল বুথ সভাপতি
তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কুশমণ্ডি: তৃণমূল নেতার বাড়ির সামনে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকার অন্তর্গত মঙ্গলপুরের হাটখোলায়। ওই এলাকাতেই বাড়ি তৃণমূলের বুথ সভাপতি শক্তিপ্রসাদ সিংহের। অভিযোগ, তাঁর বাড়ির সামনেই গতরাতে কেউ বা কারা বোমাবাজি করেছে। ঘটনার পর থেকেই আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন তৃণমূল নেতার বাড়ির লোকেরা। এদিকে ওই ঘটনার পর পুলিশকেও খবর দেওয়া হয়েছিল। কুশমণ্ডি থানার পুলিশকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে আসেন। গোটা ঘটনা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। বাড়ির কাছে একটি জায়গায় বোমা জাতীয় কিছু ফাটার দাগও রয়েছে।

যদিও প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেটি চকলেট বোমার দাগ বলেই মনে করছে পুলিশ। জেলার পুলিশ সুপার রাহুল দে জানাচ্ছেন, ঘটনাটি বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবার গভীর রাতের ওই ঘটনার পর এদিন কুশমণ্ডি-মহীপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ব্লক সভাপতি ও তাঁর অনুগামীরা। তাঁদের দাবি, পুলিশ যথাযথ তদন্ত করুক। প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিও তুলেছেন তৃণমূলের ওই বুথ সভাপতি।

এই বিষয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকারও জানাচ্ছেন, অভিযোগের বিষয়টি তাঁর কানে এসেছে এবং তিনি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এমন কোনও ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় যথাযোগ্য ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। জেলার তৃণমূল নেতৃত্বও বলছে, প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছে পুলিশ।

অন্যদিকে, বিজেপি আবার এই বোমাবাজির অভিযোগ ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের তত্ত্বই উসকে দিচ্ছে। পদ্ম শিবিরের দাবি, বুথ সভাপতি যে অভিযোগ করছেন, তাতে একপ্রকার স্পষ্ট তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। গতরাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে।

Next Article