Balurghat Fire: গলগল করে বেরোচ্ছে লেলিহান শিখা, কালো ধোঁয়ায় চতুর্দিকে, জনস্বাস্থ্য দফতরে আগুন

Rupak Sarkar | Edited By: Sanjoy Paikar

Aug 04, 2023 | 11:02 PM

Balurghat Fire: কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। এদিকে যাঁরা অফিসের কর্মী ছিলেন, তাঁরা সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Balurghat Fire: গলগল করে বেরোচ্ছে লেলিহান শিখা, কালো ধোঁয়ায় চতুর্দিকে, জনস্বাস্থ্য দফতরে আগুন
বালুরঘাটে জনস্বাস্থ্য দফতরে আগুন

Follow Us

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের  জনস্বাস্থ্য দফতরে আগুন।  দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছেন। ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে বিদ্যুৎ দফতরে কর্মীরা। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর তিনটের দিকে আগুন লাগে বালুরঘাট শহরের হাসপাতালে মোড় দেড় সংলগ্ন পিএইচই অফিসে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এলাকা ঘিঞ্জি, সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গোটা এলাকা কাল ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল যায় দমকলের ২টি ইঞ্জিন। পরে পরিস্থিতি বুঝে আরও একটি ইঞ্জিন যায়।

ঘটনাস্থলে রয়েছে  পুলিশেরও বিশাল বাহিনী। কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তবে কর্মীদের একাংশের মতে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল আধিকারিকদের বক্তব্য, আগুন নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক কাজ। তারপর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে তাঁরা জানিয়েছেন। যাঁরা অফিসের কর্মী ছিলেন, তাঁদের প্রত্যেককে নিরাপদে বার করে আনা হয়েছে। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে দৃশ্যতা আগুনের ভয়াবহতা অনেকটাই বেশি। ভবনের ভিতর থেকে দাউ দাউ করে বেরিয়ে আসছিল লেলিহান শিখা। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে।

দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। তবে অনেকে আতঙ্কেও কিছুটা অসুস্থ হয়েছেন। তাঁদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দফতরের এক কর্মীর কথায়, “কয়েক মিনিটের মধ্যে গোটা ভবন দাউ দাউ করে জ্বলতে থাকে। আমারা সকলেই বেরিয়ে আসতে পেরেছি, এটাই বড় কথা। কীভাবে আগুন লাগল, তা বলতে পারছি না।”

Next Article