1 Crore Lottery: এক লটারির টিকিটেই বদলে গেল জীবন, রাতারাতি কোটিপতি কুশমণ্ডির মর্তুজ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 06, 2023 | 9:54 AM

1 Crore Lottery: মর্তুজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। প্রায়দিনই লটারির টিকিট কাটেন। শনিবার দুপুরে ২৫০ টাকার টিকিট কাটেন তিনি।

1 Crore Lottery: এক লটারির টিকিটেই বদলে গেল জীবন, রাতারাতি কোটিপতি কুশমণ্ডির মর্তুজ
খুশির হাওয়া এলাকায়

Follow Us

কুশমণ্ডি: একদিনের লটারির টিকিটেই (1 Crore Lottery) যে রাতারাতি বদলে যাবে জীবনে কে জানত! লটারির টিকিট কেটে একদিনেই কোটিপতি হলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির এক ব্যবসায়ী। কোটি টাকা পাওয়ার খবর পেয়েই নিরাপত্তার জন্য রাতের বেলায় পুলিশের দ্বারস্থ হলেন ওই ব্যক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের উদ্যালের বাসিন্দা মর্তুজ আলম। শখের বসে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। শনিবারের কাটা টিকিটেই কেল্লাফতে। মিলেছে প্রথম পুরস্কার। এক কোটি টাকা। আগামীদিনে এই টাকা দিয়ে ব্যবসা করতে চান তিনি। এদিকে মর্তুজের কোটি টাকা পাওয়ার খবর চাউর হতেই খুশির হাওয়া গোটা এলাকায়। এদিকে টাকার লেনদেনের জন্য ইতিমধ্যেই পুলিশের হাতে প্রয়োজনীয় নথি তুলে দিয়েছেন মর্তুজ।

মর্তুজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। প্রায়দিনই লটারির টিকিট কাটেন। শনিবার দুপুরে ২৫০ টাকার টিকিট কাটেন তিনি। রাতেই জানতে পারেন তার টিকিটে এক কোটি টাকা পড়েছে। যদিও খবরটা শোনার পর প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারেনি মর্তুজ। নিশ্চিত হতেই সোজা চলে যান কুশমণ্ডি থানায়। এ খবরে খুশির হাওয়া তাঁর গোটা পরিবারেও। ইচিমধ্যেই তাঁরা নিরাপত্তার জন্য পুলিশের কাছে দরবারও করেছেন।

মর্তুজ জানাচ্ছেন, তিনি প্রায় দিনই তিনি টিকিট কাটতেন। কখনও কখনও পুরস্কারও পেয়েছেন। তবে তা খুবই অল্প। বলছেন, এক কোটি টাকা পুরস্কার পাব তা কোনওদিন ভাবতে পারিনি। খুবই ভাল লাগছে। এই টাকা দিয়ে আগামীতে ব্যবসা করতে চাই। 

Next Article