উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় সেখানকার স্থানীয় দলগুলির প্রাধান্যই বেশি। তৃণমূল, বিজেপি, বামেরা এখানে তেমন প্রভাব বিস্তারে ব্যর্থ। তবে পাহাড়ের আবহাওয়ার মতোই পরিবর্তন হয় পাহাড়ের সমীকরণের। তবে এখানে পঞ্চায়েত নির্বাচন দ্বিস্তরীয়। আর তাতে কোন দল নিজের আধিপত্য বজায় রাখে সে দিকে নজর রয়েছে সব রাজনৈতিক শিবিরের। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩ | |||||||
---|---|---|---|---|---|---|---|
দ্বিস্তর | মোট আসন | তৃণমূল | বিজেপি | কংগ্রেস | বাম | BGPM+IND | ত্রিশঙ্কু |
গ্রাম পঞ্চায়েত | ৭০ | ০ | ৩ | ০ | ০ | ৩৮+১৪ | ১৫ |
পঞ্চায়েত সমিতি | ৫ | ০ | ০ | ০ | ০ | ৪+0 | ১ |
………………………………………………………………………
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল | ||
---|---|---|
দল | ২০২৩ | |
মোট আসন | ১৫৬ | |
তৃণমূল | ০০ | |
বিজেপি | ১৯ | |
বাম | ০০ | |
কংগ্রেস | ০০ | |
অন্যান্য | ১৩৭ | |
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল | ||
দল | ২০২৩ | |
মোট আসন | ৫৯৮ | |
তৃণমূল | ০৫ | |
বিজেপি | ৬০ | |
বাম | ০০ | |
কংগ্রেস | ০০ | |
অন্যান্য | ৫৩৩ |
দার্জিলিং: ২৩ বছর পর ফের পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Election Results 2023) হতে চলেছে পাহাড়ে। ২০০০ সালে শেষবার পঞ্চায়েত ভোট হয় পাহাড়ে। সেই সময় যদিও দার্জিংলিংয়ের (Darjeeling) অধীনে ছিল কালিম্পং। ২০০৫ সালে ফের পঞ্চায়েত ভোট হওয়ার কথা থাকলেও ততদিনে পাহাড়ের অবস্থা আরও খারাপ হয়েছে। তপ্ত রাজনৈতিক আবহে আর হয়নি পঞ্চায়েত ভোট। ২০১১ সালের পরে রাজ্যে পালাবদল হলেও পঞ্চায়েত ভোটের দামামা বাজেনি পাহাড়ে। তবে আঞ্চলিক স্তরে বর্তমানে পাহাড়ে একাধিপত্য রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের।
যদিও বহুদিন থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। পাহাড়ের ২টি বিধানসভা কেন্দ্রও রয়েছে পদ্ম শিবিরের দখলে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ঠেকাতে অন্যান্য ছোটখাটো আঞ্চলিক দলগুলিকে নিয়ে পঞ্চায়েত ভোটের আবহে জোট করার উদ্যোগ নিয়েছে বিজেপি। তবে দার্জিলিংয়ে হচ্ছে দ্বিস্তরীয় নির্বাচন।
পঞ্চায়েত সমিতি ৫
আসন সংখ্যা ১৫৬
গ্রাম পঞ্চায়েত ৮০
আসন সংখ্যা ৫৯৮
গ্রাম পঞ্চায়েত
বিজিপিএম- ৫৭০
তৃণমূল কংগ্রেস – ২৫
বিজেপি জোট – ৪২৮
পঞ্চায়েত সমিতি
বিজিপিএম- ১৫১
তৃণমূল কংগ্রেস – ১১
বিজেপি জোট – ১০৮