North Bengal University: ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত শুরু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের, ‘এক্তিয়ারই নেই’, দাবি প্রাক্তন উপাচার্যের

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 20, 2023 | 10:02 AM

North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন জমি সংক্রান্ত ঝামেলায় নাম জড়িয়েছিল ওমপ্রকাশের। তাঁকে যদিও নিয়োগ করেছিলেন আচার্য সি ভি আনন্দ বোস। তবে তাঁর মেয়াদ উত্তীর্ণ হলেও তা আর বাড়াননি রাজ্যপাল তথা আচার্য।

North Bengal University: ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত শুরু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের, এক্তিয়ারই নেই, দাবি প্রাক্তন উপাচার্যের
তরজা অব্যাহত

Follow Us

কলকাতা: উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাত চলছেই। তার মধ্যেই আবারও বদল করা হল উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায়কে। নতুন উপাচার্য হিসাবে যোগদান করলেন রথীন বন্দ্যোপাধ্যায়। আর যোগদানের পরই প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে তদন্তের তোড়জোড় শুরু রথীন বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে তদন্ত সংক্রান্ত বিষয়ে ওমপ্রকাশকে ইমেল করছেন নতুন এই উপাচার্য।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন জমি সংক্রান্ত ঝামেলায় নাম জড়িয়েছিল ওমপ্রকাশের। তাঁকে যদিও নিয়োগ করেছিলেন আচার্য সি ভি আনন্দ বোস। তবে তাঁর মেয়াদ উত্তীর্ণ হলেও তা আর বাড়াননি রাজ্যপাল তথা আচার্য। এই সময় সময় আবার জমি সংক্রান্ত ইস্যুতে নাম জড়ায় ওমপ্রকাশের। কয়েকদিন আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে যোগ দিয়ে আচার্য সি ভি আনন্দ বোস ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

আচার্যের সেই নির্দেশ মেনেই বুধবার নতুন অস্থায়ী উপাচার্য তদন্তের দুর্নীতির জন্য ওমপ্রকাশকে ইমেল পাঠান। পাল্টা রথীনকে ইমেল মারফত উত্তর দিয়ে ওমপ্রকাশ জানান, আচার্যের তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই।

প্রসঙ্গত, গত দু’মাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন সঞ্চারী মুখোপাধ্যায়। এবার অস্থায়ী উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর জায়গায় রথীন বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেন আচার্য সি ভি আনন্দ বোস। দায়িত্বভার হাতে নিয়েই রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের কাজ এগোচ্ছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কাজ করব।” তবে যাঁর বিরুদ্ধে তিনি তদন্ত করছেন, তিনি কর্মসমিতিতে থাকবেন, এ নিয়ে কিছু দ্বন্দ্ব রয়েছে।

 

Next Article