তারকেশ্বর: কয়েকদিন আগেই বাজ পড়ে কলকাতায় (Kolkata) মৃত্যু হয়েছিল দুজনের। প্রগতি ময়দান থানা এলাকায় ঝড়ের সময় ময়লার স্তূপে বসেছিলেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানাচ্ছেন, তখনই ওই জায়গায় বিকট শব্দে বাজ পড়ে। তাতেই আহত হন তিনজন। ৩ জনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কাজলা নস্কর নামে এক মহিলার। কিছুক্ষণ পর মৃত্যু হয় পালান মণ্ডল নামে আরও একজনের। এবার বাজ পড়ে হুগলির তারকেশ্বরে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম আরও ২। এদিন বিকালে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার নানা প্রান্তে। বৃষ্টি চলে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বৃষ্টি হয় তারকেশ্বরে (Tarakeshwar in Hooghly)। লাগাতার পড়তে থাকে বাজ।
সেই সময় মাঠে কাজ করছিলেন তারকেশ্বরের মির্জাপুর এলাকার বাসিন্দা সুরজিৎ চৌধুরী, ভঞ্জিপুর এলাকার সনৎ দাস। আচমকা বাজ পড়ে তাঁদের উপর। মুহূর্তেই দুজনে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বৃষ্টি থামার পর স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে সেই সময়েই আবার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন অবিনাশ মান্না নামে মির্জাপুরের এক ছাত্র। তার উপরেও পড়ে বাজ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে রেখা কর্মকার নামে ওই এলাকার আরও এক মহিলা বজ্রাঘাতে জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।