Transport during Durga Puja: কলকাতা থেকে মফস্বল, এবার পুজোয় কখন, কোথায় মিলবে বাস?

Ashique Insan | Edited By: tannistha bhandari

Aug 22, 2023 | 10:40 PM

Transport during Durga Puja: পুজো উপলক্ষে মঙ্গলবার এক প্রশাসনিক ও সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Transport during Durga Puja: কলকাতা থেকে মফস্বল, এবার পুজোয় কখন, কোথায় মিলবে বাস?
দুর্গা পুজোয় পরিবহন

Follow Us

হুগলি: দুর্গা পুজোর তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। আর পুজো মানেই ঠাকুর-দেখার প্ল্যানিং। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা এসে পুজো দেখেন করেন বহু মানুষ। পায়ে হেঁটে মণ্ডপ দর্শন চলে গভীর রাত পর্যন্ত। তাই ওই কয়েকটা দিন যানবাহনের ক্ষেত্রেও থাকছে বিশেষ গুরুত্ব। রাতে ফেরার সময় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সে জন্য সারা রাত পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছিল আগের বছর। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি তিনি জানিয়েছেন, শহরের পাশাপাশি গ্রামের পুজো পরিক্রমার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন, পুজোর সময় সারারাত বাস চলবে কলকাতায়। বাড়তি বাস নামানো হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, রাতে পায়ে হেঁটে দূরের স্টেশনে ফেরার দরকার হবে না। শুধু কলকাতা নয়, শহরতলীতে যে সব জায়গায় বড় পুজো হয়, সেখানেও সারারাত যাতে বাস চলে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।জানালেন পরিবহন মন্ত্রী।

পুজো উপলক্ষে মঙ্গলবার এক প্রশাসনিক ও সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানেই তিনি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যাতে পুজোর সময় বেশি সংখ্যক বাস চালানো যায়। যাঁরা প্রবীন নাগরিক, তাঁদের জনপ্রিয় পুজোগুলো দেখানোর জন্য পরিবহন দফতর থেকেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কলকাতার পাশাপাশি পুজো পরিক্রমার ব্যবস্থা থাকবে শিলিগুড়ি আসানসোলের মতো শহরেও। থাকবে দর্শণার্থীদের জন্য বিভিন্ন প্যাকেজের বন্দোবস্তও।

Next Article