Freedom Fighter: হুগলির দুই স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটের মাটি নিয়ে গেল সেনা

Ashique Insan | Edited By: অংশুমান গোস্বামী

Aug 14, 2023 | 9:44 AM

রবিবার বিএসএফের ছয় জওয়ান প্রণব কুমার বন্দ্যোপাধ্যায় ও রামকৃষ্ণ বসুর ভিটে থেকে মাটি সংগ্রহ করেন। এর পাশাপাশি বৈচিতে পতাকা উত্তোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদানও করা হয়।

Freedom Fighter: হুগলির দুই স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটের মাটি নিয়ে গেল সেনা
স্বাধীনতা সংগ্রামীদের ভিটের মাটি নিয়ে গেল সেনা। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ১৯৪২ সালের স্বাধীনতা সংগ্রামে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের পরিবারকে সম্মান জানাতে চায় কেন্দ্রের সরকার। সে জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের ভিটেবাড়ির মাটি সংগ্রহের কাজ চলছে। রবিবার হুগলি জেলার বৈচিতে দুই স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ভিটে মাটি সংগ্রহ করলেন ভারতীয় সেনার জওয়ানরা। রবিবার বিএসএফের ছয় জওয়ান প্রণব কুমার বন্দ্যোপাধ্যায় ও রামকৃষ্ণ বসুর ভিটে থেকে মাটি সংগ্রহ করেন। এর পাশাপাশি বৈচিতে পতাকা উত্তোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদানও করা হয়।

বিএসএফ-এর ১১৮ ব্যাটেলিয়ানের কমান্ডার গনেশ দত্ত গৌতম এ বিষয়ে বলেছেন, “দেশের বিভিন্ন প্রান্তের এমন স্বাধীনতা সংগ্রামীদের পূন্য ভূমি থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অমৃত ভাটিকা তৈরিতে এই সব মাটি ব্যবহার করা হবে। দেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ ভূৃমিকা ছিল। তাই সে সময় যারা এই আন্দোলন করেছিলেন, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন তাদের পরিবারকে সম্মান জানাতে উদ্যোগ নিয়েছে দেশের সরকার।”

রামকৃষ্ণ বসুর ছেলে সঞ্জয় বসু বলেছেন, “আমার বাবা ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন। ওনারা ইংরেজদের মেরে ধরে তাড়ানো তে বিশ্বাসী ছিলেন। বাবারা রেলের তার কেটে দিয়ে ব্রিটিশদের সংযোগ বিছিন্ন করে দিয়েছিলেন। পরে তিন বছর জেল খাটেন বাবা।” সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রণব বন্দ্যোপাধ্যায়ও স্বাধীনতা সংগ্রামী বাবার স্মৃতিচারণা করেছেন। কেন্দ্রের এই উদ্যোগে নিজেদের খুশির কথা গোপন করেননি এলাকার বাসিন্দারাও।

Next Article