সোনা পাচারের অভিযোগ, উত্তরপাড়া থেকে গ্রেফতার মহারাষ্ট্রের পাচারকারীরা

Ashique Insan | Edited By: অংশুমান গোস্বামী

Aug 12, 2023 | 9:29 PM

উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তাঁর ভাই সুশাত মহেশ্বর।আরও তিন জন কর্মচারী ছিল তাঁদের।

সোনা পাচারের অভিযোগ, উত্তরপাড়া থেকে গ্রেফতার মহারাষ্ট্রের পাচারকারীরা
প্রতীকী ছবি

Follow Us

উত্তরপাড়া: হুগলি জেলার উত্তরপাড়া থেকে চলছে সোনা পাচারচক্র। এই অভিযোগে মহারাষ্ট্রের সোনা পাচারকারীদের উত্তরপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের থেকে ১১০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই পাচারের কাজ। আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি করা হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা এবং নগদ টাকা।

উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তাঁর ভাই সুশাত মহেশ্বর।আরও তিন জন কর্মচারী ছিল তাঁদের। সৌরভের স্ত্রী সানিকা সৌরভ মোরে জানান, তাঁর স্বামী ও দেওর উত্তরপাড়ায় থাকতেন। তিনি দিন কুড়ি আগে আসেন। সোনা গলানোর কারবার তাদের অনেক দিনের। পুলিশ এসে তাঁর স্বামী ও দেওরকে ধরে নিয়ে যায়।

মহারাষ্ট্রের পাঁচজন সহ মোট ছয়জনকে শুক্রবার গ্রেফতার করে শ্রীরামপুর আদলতে পেশ করা হয়। তাঁদের ছদিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারের সঙ্গে আর কারা জড়িত তা দেখা হচ্ছে।

Next Article