Howrah: নেশামুক্তি কেন্দ্রে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Subrata Banerjee | Edited By: Soumya Saha

Aug 16, 2023 | 11:50 PM

Howrah Death: হোমের আবাসিক ও হোম পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন ইতিমধ্যেই পুলিশের স্ক্যানারে রয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Howrah: নেশামুক্তি কেন্দ্রে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
সিসিটিভি ফুটেজ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: হাওড়ার এক নেশামুক্তি কেন্দ্রে মাঝবয়সি এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্য। মৃতের নাম শুভজিৎ ঘরামি (৪০)। বাড়ি হাওড়ার বাউড়িয়ায় বুড়িখালি এলাকায়। মঙ্গলবার তাঁকে হাওড়ার দাসনগরের এক নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। আর তারপর বুধবার তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারের অভিযোগ, শুভজিৎকে নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে মারা হয়েছে। আর এই নিয়েই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি, তবে গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে দাসনগর থানার পুলিশ। হোমের আবাসিক ও হোম পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন ইতিমধ্যেই পুলিশের স্ক্যানারে রয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

খতিয়ে দেখা হচ্ছে ওই নেশামুক্তি কেন্দ্রের ভিতরের সিসিটিভি ফুটেজও। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের কিছু অংশ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি রাতে অপর একজনকে ঘিরে ধরেছে এবং মারধর করছে। পরিবারের অভিযোগ, এদিন সকালে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে শুভজিতের দেহ। আরও অভিযোগ, ঘটনার পর প্রথমে পরিবারকে কিছু জানানো হয়নি। অনেক পরে বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ থেকে তাঁদের জানানো হয়েছিল, হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এমনকী ঘটনার পর হোমের তরফে পুলিশের কাছেও প্রথমে কিছু জানানো হয়নি। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করে।

এদিকে ইতিমধ্যে দাসনগর থানার পুলিশকর্মীরা গোটা বিষয়টির তদন্তে নেমে পড়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেন ঘটনার পর পুলিশের কাছে খবর পাঠায়নি হোম কর্তৃপক্ষ? তারা কি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? সেই সব দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওই ব্যক্তির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই অনেকটা স্পষ্ট হতে পারে মৃত্যুর কারণ।

Next Article