TMC group Clash: শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেলুড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র‍্যাফ

Subrata Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Aug 05, 2023 | 6:29 PM

শুক্রবার রাতে অম্বিকা জুট মিলের শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল তাঁর দলবল নিয়ে মানিক ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বন্দুক দেখিয়ে তাঁর পরিবারের লোকেদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মানিক ঘোষের।

TMC group Clash: শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেলুড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র‍্যাফ
উত্তপ্ত পরিস্থিতি বেলুড়ে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বেলুড়: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল হাওড়া জেলার বেলুড়। এলাকায় তোলাবাজি ও এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। এর মধ্যেই শুক্রবার রাতে এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হামলার অভিযোগ উঠেছে শাসকদলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তার পর শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। দুপক্ষের লোকজন প্রচুর লাঠি, ইট নিয়ে জড়ো হন। তবে তৎপর ছিল পুলিশও। ঝামেলা লাগার আগেই পুলিশ হঠিয়ে দেয় দুপক্ষের লোকজনকে। উদ্ধার হয় প্রচুর লাঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। র‍্যাফও নামানো হয়েছে।

শুক্রবার রাতে অম্বিকা জুট মিলের শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল তাঁর দলবল নিয়ে মানিক ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বন্দুক দেখিয়ে তাঁর পরিবারের লোকেদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মানিক ঘোষের। এ বিষয়ে মানিক ঘোষ বলেছেন, “আমারা বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দিয়েছে। মেশিন, বোমা নিয়ে আমার বউকে ভয় দেখিয়েছে। হুমকি দিয়েছে। এর জবাব চাই।” অপর দিকে বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, মানিক ঘোষ জেলার এক তৃণমূল নেতার মদতে তোলাবাজি করে। রাতে এলাকায় তাণ্ডব চালিয়েছিল বাইক বাহিনী নিয়ে। সে জন্য এলাকাবাসী এবং পুরনো তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে তাঁর বাড়িতে।

তবে শনিবারের ঘটনার পর এলাকায় র‍্যাফ নামানো হয়েছে। সাময়িক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

Next Article