বেলুড়: ব্যক্তিগত সফরে রাজ্যে এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কলকাতা সফরে এসে রবিবার সন্ধ্যায় সপরিবারে বেলুড় মঠে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। রবিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বেলুড় মঠে প্রবেশ করেন তিনি। তখন মঠের সন্ন্যাসী ও মহারাজরা তাঁকে ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানান। মহারাজরা সপরিবার কোবিন্দকে নিয়ে যান বেলুড় মঠের মূল মন্দিরে। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম নিবেদন করেন প্রাক্তন রাষ্ট্রপতি। বেলুড় মঠের মনোমুগ্ধকর সন্ধ্যারতিও দেখেন তিনি। এর পর বেলুড় মঠের অন্যান্য মন্দিরও ঘুরে দেখেন রামনাথ কোবিন্দ। স্বামীজি, মা সারদা ও ব্রহ্মানন্দজীর মন্দির দর্শন করেন। স্বামী বিবেকানন্দের ব্যবহৃত ঘরেও গিয়েছিলেন তিনি। সবেশেষে ৭টা ৫৫ মিনিটে বেলুড় মঠ থেকে বেরিয়ে যান তিনি।
এ দিন বেলুড় মঠে এসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, “কলকাতায় এলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। সবার মাঝে এসে খুব ভাল লাগছে। ভারতীয় সংস্কৃতির একটা পরিচয় আছে বিশ্বের কাছে।”
তিন দিনের ব্যক্তিগত সফরে কলকাতা এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যায় তিনি বেলুড় মঠ পরিদর্শন করেন। আগামী মঙ্গলবার কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন প্রাক্তন রাষ্ট্রপতি। ১১ অগস্ট কুরুক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।