Cash Recover: হাওড়া স্টেশনে উদ্ধার ৩৮ লক্ষ টাকা নগদ, আটক ১

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Aug 19, 2023 | 4:40 PM

Howrah: 'অপারেশন সতর্ক' নামে বিশেষ অভিযান রয়েছে আরপিএফ-এর। সেই অভিযানেই হাওড়া স্টেশন থেকে ৩৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা।

Cash Recover: হাওড়া স্টেশনে উদ্ধার ৩৮ লক্ষ টাকা নগদ, আটক ১
নগদ টাকা-সহ আটক এক।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: ব্যাগের ভিতর বিপুল অঙ্কের নগদ টাকা। অথচ সেই টাকা নিয়ে কোথায় যাচ্ছেন তাঁর জবাব দিতে পারেননি। এরপরই হাওড়া স্টেশন থেকে এক যাত্রীকে আটক করে আরপিএফ। বৈধ কাগজ ছাড়া এই বিপুল পরিমাণে নগদ টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানার চেষ্টা করছে রেল পুলিশ। আরপিএফ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

‘অপারেশন সতর্ক’ নামে বিশেষ অভিযান রয়েছে আরপিএফ-এর। সেই অভিযানেই হাওড়া স্টেশন থেকে ৩৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। হাওড়া স্টেশনের প্রতিরোধ ও শনাক্তকরণ স্কোয়াড টিম হাওড়া, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও রেলওয়ে সুরক্ষা বাহিনী হাওড়া (উত্তর) আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিল স্টেশন চত্বরে।

এর আগে একাধিকবার হাওড়া স্টেশন থেকে নথি-বহির্ভূত নগদ টাকা উদ্ধার করা হয়েছে। হাওড়া স্টেশনে যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসে বা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার ট্রেন ছাড়ে, সেহেতু রেল পুলিশেরও তৎপরতাও এখানে বেশি। সবসময়ই নজরদারি চলে। শনিবারও স্টেশনে নজরদারি চালাচ্ছিল পুলিশ।

সেই সময় ৮ নম্বর প্ল্য়াটফর্ম থেকে সন্দেহভাজন হিসাবে এক যাত্রীকে আটকানো হয়। তাঁর নাম মণীশ শেঠ। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় রেল পুলিশের। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করতেই ৩৮ লক্ষ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তি এত বিপুল পরিমান নগদ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাঁকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

 

Next Article