Sim Box Racket: ‘সিম বক্স’ র‍্যাকেট চক্র ফাঁস! এসটিএফ-এর জলে ১ বাংলাদেশি-সহ ৭

Subrata Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Aug 12, 2023 | 9:04 PM

ধৃতদের থেকে প্রায় ৬ হাজার জাল সিম কার্ড, ১৭টি ইন্টারনেট রাউটার উদ্ধার হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা।

Sim Box Racket: সিম বক্স র‍্যাকেট চক্র ফাঁস! এসটিএফ-এর জলে ১ বাংলাদেশি-সহ ৭
ধৃতদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে ধরা পড়ল সিমবক্স র‍্যাকেট চক্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই চক্রের সাথে যুক্ত সাত জনকে গ্রেফতার করেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এর মধ্যে হাওড়ার মালিপাচঁঘড়া থানা এলাকার ধর্মতলা রোড থেকে সৌরভ বেরা নামে একজনকে গতরাতে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতার করা হয় বানপুর, গেদে, কৃষ্ণনগর, চাকদহ, বনগাঁ ও বসিরহাট সীমান্ত থেকে। ধৃতদের মধ্যে সারাদুল রহমান নামে একজন বাংলাদেশীও রয়েছে বলে জানা যাচ্ছে।

এস টি এফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রচুর নকল সিম কার্ড ব্যবহার করে সিম বক্স বানাতো। যা দিয়ে অবৈধভাবে টেলিফোনিং সিস্টেম তৈরি করা হয়েছিল। এই সিম বক্স ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হত বলে অভিযোগ। এই সিম বক্স ব্যবহার করে ফোন করলে সেই ফোন নম্বরের হদিশ করা সম্ভব হয় না। বেশিরভাগ জঙ্গি কার্যকলাপে এ ধরনের সিম বক্স কেই ব্যবহার করা হয়ে থাকে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতদের থেকে প্রায় ৬ হাজার জাল সিম কার্ড, ১৭টি ইন্টারনেট রাউটার উদ্ধার হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে মালিপাঁচঘড়া থানায় তথ্য প্রযুক্তি ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করে এসটিএফ। জিজ্ঞাসাবাদের জন্য এদের মধ্যে চারজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article