Howrah: বন্ধুর সামনেই গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Aug 05, 2023 | 5:12 PM

Howrah: ইন্দ্রজিতের বাড়ি আসানসোলের মহিশিলায়। তিনি ম্যানেজমেন্টের ছাত্র বলে খবর। সৌমেনের বাড়ি আসানসোলের চেলিডাঙায়।

Howrah: বন্ধুর সামনেই গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া
তলিয়ে গেল দুই যুবক
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হাওড়া: গঙ্গায় স্নান করতে নেমে ভেসে গেল আসানসোলের (Asansol) দুই পড়ুয়া। জোরকদমে খোঁজ চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের বিপর্যয় মোকাবিলা উইংয়ের লোকজন। কিন্তু, এখনও খোঁজ মেলেনি দুই পড়য়ার। সূত্রের খবর, তিন বন্ধু মিলে এদিন সকাল ১১টা নাগাদ হাওড়া স্টেশনের উল্টোদিকে চাঁদমারি ঘাটে স্নান করতে নামেন তিন পড়ুয়া। কিন্তু, এক বন্ধুর সামনেই জলে ভেসে যান বাকি দুই বন্ধু। নিখোঁজ দুই পড়ুয়ার নাম ইন্দ্রজিৎ মাহাতো (২১) এবং সৌমেন ধর (২০)। 

এর মধ্যে ইন্দ্রজিতের বাড়ি আসানসোলের মহিশিলায়। তিনি ম্যানেজমেন্টের ছাত্র বলে খবর। সৌমেনের বাড়ি আসানসোলের চেলিডাঙায়। তিনি স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যাচ্ছে। তাঁদের এক বন্ধু জানাচ্ছেন, ইন্দ্রজিৎ ও সৌমেন আসানসোল থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন। তাঁরা তিনজন মিলেই এদিন গঙ্গায় স্নান করতে নামেন। দূরে যেতে নিষেধ করলেও তাতে পাত্তা না দিয়ে ইন্দ্রজিৎ ও সৌমেন অনেকটা দূরে চলে যান। তখনই ভাটার টানে তলিয়ে যান জলে। ওই পড়ুয়া বলছেন, “আমরা আসানসোল থেকে কলকাতায় ঘুরতে আসি। হাওড়ায় নেমে আমরা গঙ্গার পাড়ে বসেছিলাম। তখনই ওরা বলে, গঙ্গায় স্নান করব। আমি নিষেধ করি। কিন্তু, ওরা শোনেনি। তারমধ্যেই তো ঘটে গেল এ ঘটনা।” 

এ দৃশ্য দেখা মাত্রই হাওড়া স্টেশনের ট্র্যাফিক গার্ডে খবর দেন ওই যুবক। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিক দফতরেও। সঙ্গে সঙ্গে জলে নামে পুলিশের লঞ্চ। নামে বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন। কিন্তু, দুপুর পর্যন্ত ওই দুই ছাত্রের কোনও খোঁজ মেলেনি।

Next Article