ধূপগুড়ি: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে থেকেই অশান্ত এলাকা। গভীর রাতে দুষ্কৃতীদের তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর। শুধু তাই নয়, ঘাসফুলের দলীয় পতাকা ছেঁড়ার পাশাপাশি তা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি দু’নম্বর ওয়ার্ড বামনিব্রিজ সংলগ্ন এলাকায়। এ দিকে, ঘটনার বিষয় জানাজানি হতেই এলাকায় পৌঁছন তৃণমূলের টাউন ব্লক সভাপতি সাগ্নিক দাস, পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ভারতী বর্মণ।
তৃণমূলের দাবি, রাত্রিবেলা দুষ্কৃতীদের কাজে লাগিয়ে বিজেপি পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূলের। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, এই সব কিছুর মূলেই রয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এক পক্ষের সঙ্গে অপর পক্ষের ঝামেলা রয়েছে। সেই কারণে নিজেরাই দোকানে ভাঙচুর চালিয়েছে। ঘটনার তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ।
তৃণমূল নেতা ইউভান দাস বলেন, “আমাদের দলীয় যুবনেতার দোকানের উপর আক্রমণ করছে। ধূপগুড়ি বিধান সভায় বিজেপি বুঝতে পারছে পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে। সেই কারণে ওরা এই কাজ করেছে।” বিজেপি নেতা শিমূল চক্রবর্তী বলেন, “বিজেপি সমস্ত দলের পতাকাকে সম্মান করতে জানে। তাই বিজেপি এই কাজ করেনি আগে এখনও করে না।”
উল্লেখ্য, বিধায়কের মৃত্যুতে পুনরায় জলপাইগুড়ির ধূপগুড়িতে উপনির্বাচন হবে সেপ্টেম্বর মাসে। আগামী ৫ সেপ্টেম্বর হবে ভোট। বিজ্ঞপ্তি জারি করে কমিশন। সেই কারণে লাগাতার চলছে প্রচার।