ধূপগুড়ি: সব কাজ করবে তৃণমূল। আর ভোটের বেলায় বিজেপি? এ কেমন বিচার! ধূপগুড়িতে দলের হয়ে ভোটের প্রচারে গিয়ে এই নিয়েই আক্ষেপের সুর শোনা গেল শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম প্রধান মুখ গৌতম দেবের গলায়। একজন এলাকাবাসীকে বললেন, ‘প্রয়াত বিধায়ক বিষ্ণু রায় কোন পার্টির? বিজেপির। এই ওয়ার্ডের কাউন্সিলর কোন পার্টির? বিজেপির। সবই বিজেপি, আর কাজ করবে তৃণমূল? এটা একটু চিন্তা করুন।’ আবার আর একজন এলাকাবাসীকে বললেন, ‘বিধায়ক নেই। সাংসদ নেই। পুরসভার এই ওয়ার্ডও জিতেছে বিজেপি। তাহলে এখানে তো কাজ কম হবেই।’
সামনেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন রয়েছে। ৫ সেপ্টেম্বর ভোট। তার আগে জোরকদমে প্রচার চলছে ধূপগুড়িতে। এদিন ধূপগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর সেখানেই এলাকাবাসীদের একাংশ তাঁকে সেখানকার পরিস্থিতির কথা জানান। জলমগ্ন, বেহাল রাস্তার কথা বলেন নেতাকে। আর সেই সময়েই এলাকাবাসীদের উদ্দেশে এমন কথা বলতে শোনা যায় গৌতম দেবকে। যদিও একইসঙ্গে তিনি আশ্বস্তও করেন যে মুখ্যমন্ত্রী সব জায়গায় উন্নয়নের কাজ করছেন এবং এই এলাকাতেও যা যা সমস্যা রয়েছে সেগুলি পূরণ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, এই এলাকায় রাস্তার বেশ কিছুটা অংশ বর্ষার মরশুমে জলমগ্ন হয়ে পড়েছে। সেই জল পেরিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। এদিন যখন গৌতম দেব প্রচারে আসেন, তখন তিনিও ওই অংশটুকু টোটোয় চেপে পার হন।
এদিকে বুধবারের ঘটনায় এলাকাবাসীদের ক্ষোভের বিষয়টি নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপিও। বিজেপির বক্তব্য, এর আগে তৃণমূলের তরফে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ওই ওয়ার্ডটি বিজেপি জেতায়, সেখানে তৃণমূল পরিচালিত পুরসভা কোনও কাজ করেনি বলে অভিযোগ বিজেপির। এমনকী অর্থ বরাদ্দও করা হয়নি বলে দাবি পদ্ম শিবিরের।
যদিও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিংয়ের যুক্তি, উন্নয়ন হয়নি, এমন কথা ঠিক নয়। আসলে বিজেপিই উন্নয়ন করতে পারেনি বলে দাবি তৃণমূল নেতার।