ধূপগুড়ি: বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল পুকুরে। সেই জলে নামে ছোট্ট শিশু। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কাকার। গুরুতর অসুস্থ ওই শিশু ও তাঁর ঠাকুমা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাগুরমাড়ী বিনয় সাহা মোর এলাকার ঘটনা।
পরিবার সূত্রে খবর, সুপ্রিয় মণ্ডল (৪০)। আহত হয়েছেন গীতা মণ্ডল (৬০) ও তৃষা মণ্ডল (৩)। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সুপ্রিয়বাবুর।
জানা গিয়েছে, একটি কলাগাছ বিদ্যুতের খুঁটির উপর ভেঙে গিয়েছিল। তবে কলাগাছের ভার নিতে না পাওয়ায় সেই তার ছিঁড়ে পড়ে পুকুরে। সেই পুকুরের জলেই নামতে গিয়েছিল ছোট্ট তৃষা। নজরে পড়তে ভাইজিকে বাঁচাতে ছুটে যান কাকা সুপ্রিয়। তখনই ঘটে মর্মান্তিক ঘটনা।
গোটা বিষয়টি দেখে নাতনি আর ছেলেকে বাঁচাতে যান গীতাদেবী। গুরুতর জখম হয় তিনজনই। শিশুর মা বলেন, “ওই কলাগাছ এক প্রতিবেশীর। ওরা যে গাছ কেটেছে তা আমাদের জানায়নি। গাছটি গিয়ে পড়ে খুঁটির উপর। সেই তার ছিঁড়ে জলে পড়ে। আর আমার মেয়ে পুকুরের জলে নামতে যায় তখনই ওকে ওর কাকা বাঁচাতে গিয়েছিল। ঠাকুমাও ছিল সঙ্গে। দুজনই আহত হন।”