ঝাড়গ্রাম: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রণদামামা। চলছে মনোনয়ন জমা। তবে সরকাররে উপর রাগ এখনও কমেনি কুড়মিদের (Kurmi Protest)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থীদের বয়কটের ডাক দিয়ে দিল কুড়মিরা। পাশাপাশি বিশেষ জনজাতি গোষ্ঠীর প্রার্থীরা যারা কুড়মিদের বিরোধিতা করছেন তাদেরও বয়কটের ডাক দেওয়া হয়েছে। পরিবর্তে এবার ভোটে নিজেরাই লড়বেন কুড়মি জনজাতির মানুষেরা। খবর মিলছে এমনই।
সূত্রের খবর, এদিন ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি অতিথিনিবাসে বৈঠক করে কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানে সিদ্ধান্ত হয় আগামী ১২ তারিখের মধ্যে তাঁদের বন্দি নেতাদের মুক্তি না দিলে এবং সিআরআই জাস্টিফিকেশান কমেন্টস না পাঠালে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কোনও ভোট দেওয়া হবে না। পাশাপাশি যেহেতু আদিবাসী সমাজ কুড়মিদের বিরোধিতা করছে, বনধ ডেকেছে, তাই ওই জনজাতির কোনও দলের কোনও প্রার্থীকেই ভোট দেবে না কুড়মিরা। নির্দল থেকে দাঁড়ালেও দেওয়া হবে না ভোট।
সূত্রের খবর, নিজেরাই ভোটে লড়ার জন্য ইতিমধ্যেই এলাকা ভিত্তিকভাবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন কুড়মি নেতারা। এদিন বৈঠকের পর ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো বলেন, “শাসকদলের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে যে কুড়মিরা কখনও ভোট দেয়নি, পাশাপাশি আমাদের অনেক আন্দোলনকারীকে বন্দি করে রাখা হয়েছে, সিআরআই জাস্টিফিকেশান কমেন্টসও পাঠানো হয়নি। তাই আমরা আমাদের নেতাদের মুক্তি চাই, পাশাপাশি অবিলম্বে পাঠাকে হবে সিআরআই জাস্টিফিকেশান কমেন্টসও। যদি তা না করা হয় তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কুড়মি জনজাতির মানুষেরা শাসকদলকে ভোট দেবে না।”