Mamata Banerjee: রাস্তা-আবাসের টাকা আটকে মুষ্টিমেয় লোককে DA দিচ্ছে কেন্দ্র: মমতা

Deeksha Bhuiyan | Edited By: tannistha bhandari

Aug 09, 2023 | 2:55 PM

Mamata Banerjee: বুধবার ঝাড়গ্রামে গিয়ে মমতা বলেন, কোনও টাকা নেই। শুধু ভোট এলেই সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দেয় কেন্দ্র।

Mamata Banerjee: রাস্তা-আবাসের টাকা আটকে মুষ্টিমেয় লোককে DA দিচ্ছে কেন্দ্র: মমতা
ঝাড়গ্রামে মমতা

Follow Us

ঝাড়গ্রাম: রাজ্য সরকারের ডিএ-অস্বস্তি এখনও বহাল। শহরের রাস্তায় এখনও বসে রয়েছেন আন্দোলনকারীরা। কেন্দ্র টাকা দিচ্ছে না, এই যুক্তি দিয়েও আন্দোলনকারীদের শান্ত করতে পারছে না রাজ্য। এবার ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করলেন, কেন কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে? তাঁর মতে, মুষ্টিমেয় কিছু লোকজনকে সন্তুষ্ট করার জন্যই সময়ে সময়ে মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার সবাইকে নিয়ে চলতে চায় বলেই মন্তব্য করেছেন তিনি।

ডিএ আন্দোলনের প্রেক্ষিতে প্রথম থেকেই রাজ্যের যুক্তি হল, ভাঁড়ারে ডিএ বাড়ানোর মতো টাকা নেই। বুধবার ঝাড়গ্রামে গিয়ে মমতা বলেন, কোনও টাকা নেই। শুধু ভোট এলেই সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দেয় কেন্দ্র। এতে এক শ্রেণির মানুষকে খুশি করা যায় বলেই মন্তব্য করেছেন মমতা। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের চাকরি আর রাজ্য় সরকারের চাকরির আলাদা পলিসি বা নীতি আছে। কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে। এটা বুঝতে হবে।

মহার্ঘ ভাতা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “রাস্তার টাকা, আবাসের টাকা দিচ্ছে না। মুষ্টিমেয় কিছু লোককে ডিএ দিচ্ছে। ওপর মহলের লোককে খুশি করার চেষ্টা করছে যাতে নীচুতলার মানুষকে শোসন করা যায়। আমরা চাই সবাইকে টাকা দিতে।”

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে, যাঁরা আন্দোলন করছেন তাঁরা চান, কেন্দ্রীয় হারে ডিএ দিক রাজ্য সরকার। এই প্রশ্নে রাজ্য বারবারই বুঝিয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। তবে আন্দোলনকারীদের দাবি, যে সব খাতে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দাবি করছে রাজ্য, সেই সব খাত থেকে ডিএ-র টাকা মেটানো হয় না।

Next Article