Mamata Banerjee: ঝাড়গ্রামে গিয়ে UCC নিয়ে সরব মমতা, আদিবাসীদের বললেন, ‘আপনাদের কত সুন্দর বিয়ে, কেন বদলাবেন?’

Deeksha Bhuiyan | Edited By: সোমনাথ মিত্র

Aug 09, 2023 | 6:51 PM

Mamata Banerjee: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন আগেই। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সেই বিধি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও বিজেপি নেতারা বারবার এই বিষয় উত্থাপন করেছেন।

Mamata Banerjee: ঝাড়গ্রামে গিয়ে UCC নিয়ে সরব মমতা, আদিবাসীদের বললেন, আপনাদের কত সুন্দর বিয়ে, কেন বদলাবেন?
ঝাড়গ্রামে মমতা
Image Credit source: Facebook

Follow Us

ঝাড়গ্রাম: ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কেন কার্যকর করা হবে, ঝাড়গ্রামে গিয়ে আরও একবার সেই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিবাহের মতো বিষয়েও সবার জন্য অভিন্ন আইন থাকবে। সেই প্রসঙ্গ টেনেই এদিন আদিবাসী সম্প্রদায়কে মমতা বোঝান, কেন্দ্রের সিদ্ধান্তের জন্য তাঁরা তাঁদের বিয়ের নিয়ম বদলাতে যাবেন কেন? মাস কয়েক আগেই কুড়মি আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল জঙ্গলমহল অঞ্চল। তিনদিনের ঝাড়গ্রাম সফরে গিয়ে এবার সেই আদিবাসীদের বার্তা দিলেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হঠাৎ করে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবেন? আপনাদের ততো বিয়ের কি সুন্দর একটা সিস্টেম আছে। আপনাদের জাহের থান আছে, মাজেরথান আছে। আবার মুসলিম সম্প্রদায়ের বা হিন্দুদেরও বিয়ের আলাদা পদ্ধতি আছে।” দ্ব্যর্থহীন ভাষায় মমতা বার্তা দেন, ‘ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। যেমন আছে, সব তেমনই থাকবে। সবাই নিজের স্বাধীনতা মতো পোশাক পরবে, চলাফেরা করবে, পড়াশোনা করবে।’

উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন আগেই। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সেই বিধি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই বিষয় উত্থাপন করেছেন। এই বিধি কার্যকর হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সব ধর্মের জন্য অভিন্ন আইন কার্যকর হবে। তাতেই আপত্তি রয়েছে বিরোধীদের।

Next Article