ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ১২টিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। কিন্তু মেদিনীরপুরের সাংসদ দিলীপ যে বুথের ভোটার সেই বুথেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সাধারণ মানুষ যে বিজেপির পাশে নেই, এই ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি অনেক দিন ওই দিকে যাননি। সেখানকার বিষয়ে খোঁজ নিতে পারেননি। যদিও গত বছর ওই বুথে ৪০০-র বেশি ভোটে বিজেপি জিতেছিল বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে দিলীপ জানিয়েছেন, তাঁর লোকসভা কেন্দ্রের ৯০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।
দিলীপের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের সঙ্গেও। ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কর্নাডোবা গ্রাম পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথের ভোটার তিনি। তাঁর বুথেও কোনও প্রার্থী নেই বিজেপির। এই প্রার্থী দিতে না পারার জন্য দলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছেন তিনি। সমন্বয়ের অভাবেই এই বিভ্রাট ঘটেছে বলে দাবি তাঁর। এ নিয়ে কুনার হেমব্রম বলেছেন, “ওই অঞ্চলে পুরনো কার্যকর্তারা নিষ্ক্রিয় হয়ে আছে। তাঁদের সঙ্গে আলোচনা হয়নি কোনও। এটাও কারণ হতে পারে।”
যদিও বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী রেখা সরেন বলেছেন, “বিজেপির ২ জন সাংসদের বাড়ির বুথে বিজেপির প্রার্থী নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী নির্বাচনে সংকটে পড়েছে। মানুষ তো পাশে না থাকলে এই সমস্যা হয়। কেউ বিজেপি করতে চায় না। তৃণমূলের পাশেই রয়েছে মানুষ।”