ঝাড়গ্রাম: উত্তর থেকে দক্ষিণ, গ্রাম পঞ্চায়েতের ফলাফল সামনে আসার পরই দেখা যাচ্ছে দিকে দিকে ফুটছে ঘাসফুল। তৃণমূলের ঝোড়ো ইনিংসে ধারাশায়ী বিরোধীরা। এরমধ্যে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এলাকায় বড় জয় তৃণমূলের। সূত্রের খবর, গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কুলিয়ানা গ্রামে ১১৮ নম্বর বুথে ২৪ ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিবানী দেহরি। যদিও এই বুথে বিজেপির কোনও প্রার্থী ছিল না। তবে ২০১৮ সালে আবার এই আসনটি বিজেপির দখলে ছিল। কিন্তু, এবার নির্দল প্রার্থীর সঙ্গেই মূল লড়াই হয় তৃণমূলের। নির্দলের হয়ে দাঁড়িয়েছিলেন রানি খামারি।
গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩। এর মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১১টি আসনে। নির্দল জিতেছে ২ আসনে। প্রসঙ্গত, রাজ্যে রয়েছে ৬৩ হাজার ২২৯ গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির সংখ্যা ৯ হাজার ৭৩০। অন্যদিকে জেলা পরিষদের সংখ্যা ৯২৮। প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনেও বিজেপির দখলে যায় ঝাড়গ্রাম আসন। কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনে এই এলাকায় ওঠে ঘাসফুল ঝড়। থমকে যায় গেরুয়া শিবিরের বিজয় রথ। ৪টি বিধানসভা কেন্দ্রে বড় জয় পায় তৃণমূল।
তৃণমূলকে খোঁচা দিয়েছেন ঝাড়গ্রাম জেলার বিজেপি সহ-সভাপতি দেবাশিস কুন্ডু। তিনি বলেন, “দিলীপদার ওই বুথে শাসক দল প্রার্থী দিতে দেয়নি। শেষ পর্যন্ত ওখানে নির্দল ও তৃণমূলের মধ্যে লড়াই হয়েছে। ওখানে যেহেতু কোনও কুড়মি নেই তাই তৃণমূল স্বাভাবিকভাবেই নিজেদের পেশি শক্তি প্রয়োগ করে জিতেছে।”