Panchayat Election 2023: লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা! কবে, কীভাবে, জানিয়ে দিলেন ‘গ্যারান্টার’ শুভেন্দু

Gaya Dandapat | Edited By: Soumya Saha

Jun 29, 2023 | 6:50 PM

Suvendu Adhikari: সভামঞ্চ থেকে শাসক পক্ষের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু। বিজেপি করার জন্য যেন কারও লক্ষ্মীর ভাণ্ডার আটকে রাখা না হয়। বললেন, 'ওই টাকা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা। সাধারণ মানুষের করের টাকা'

Panchayat Election 2023: লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা! কবে, কীভাবে, জানিয়ে দিলেন গ্যারান্টার শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের নির্বাচনী প্রচার সভা (Panchayat Election Campaign) থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসক শিবিরকে খোঁচা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার প্রতিশ্রুতি, আগামী দিনে রাজ্যে বিজেপির সরকার গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) মাসে ৫০০ টাকা বা ১০০০ টাকার জন্য অপেক্ষা করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা করে দেওয়া হবে, জানিয়ে দিলেন শুভেন্দু। একইসঙ্গে সভামঞ্চ থেকে শাসক পক্ষের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। বিজেপি করার জন্য যেন কারও লক্ষ্মীর ভাণ্ডার আটকে রাখা না হয়। বললেন, ‘ওই টাকা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা। সাধারণ মানুষের করের টাকা’

শুভেন্দু অধিকারীর দলের কর্মী-সমর্থকদের আশ্বাস দিয়ে রাখলেন, যদি কারও সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে তিনিই হবেন ‘গ্যারান্টার’। যদি কারও টাকা আটকানো হয়, তাহলে সুদ-সহ টাকা আদায় করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দাবি করতে দেখা গিয়েছে, তিনিই ‘গ্যারান্টার’। পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে, নাগরিকত্ব ইস্যু… বিভিন্ন সময়ে বিগত দিনগুলিতে এই ‘গ্যারান্টার’ শব্দবন্ধ ব্যবহার করতে দেখা গিয়েছে মমতাকে। আর এবার বিরোধী দলনেতাও জানিয়ে রাখলেন, বিজেপি করার জন্য যাতে কারও লক্ষ্মীর ভাণ্ডার আটকে না থাকে, তার ‘গ্যারান্টার’ তিনি।

এদিন বিকেলে ঝাড়গ্রামের খড়িকাচকের সভা থেকে দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে একগাদা ভোকাল টনিক দিলেন বিরোধী দলনেতা। উঠল ‘নো ভোট টু মমতা’ স্লোগান। পঞ্চায়েত ভোটের সময়ে দলের কর্মীরা যাতে বুথ কামড়ে পড়ে থাকেন, সেই বার্তাও দেন শুভেন্দু। বললেন, ‘ব্যালট বাক্স লুঠ করতে গেলে বাক্স ধরে পুকুরে ফেলে দেবেন। সবাই প্রস্তুত থাকবেন।’ সব মিলিয়ে আজ শুভেন্দুর সভা ঘিরে বেশ চনমনে পদ্ম শিবির। এখন দেখার আগামী দিনে শুভেন্দুর এই ভোকাল টনিক কতটা প্রভাব ফেলে ব্যালট বাক্সে।

Next Article