দু’দশকের বেশি সময় পর পাড়াহে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। দার্জিলিং ভেঙে তৈরি হওয়া এই পার্বত্য অঞ্চলের এই জেলায় প্রথম বার হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। এখানেও দার্জিলিংয়ের মতো দ্বিস্তরীয় নির্বাচন। তৃণমূল, বিজেপি প্রার্থী দিলেও স্থানীয় দলের আধিপত্যের সম্ভাবনাই বেশি এই জেলায়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩ | |||||||
---|---|---|---|---|---|---|---|
দ্বিস্তর | মোট আসন | তৃণমূল | বিজেপি | কংগ্রেস | বাম | BGPM+IND | ত্রিশঙ্কু |
গ্রাম পঞ্চায়েত | ৪২ | ০ | ২ | ০ | ০ | ৩০+৬ | ৪ |
পঞ্চায়েত সমিতি | ৪ | ৪ | ০ | ০ | ০ | ২+২ | ০ |
………………………………………………………………………
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল | ||
---|---|---|
দল | ২০২৩ | |
মোট আসন | ৭৬ | |
তৃণমূল | ০০ | |
বিজেপি | ০৭ | |
বাম | ০০ | |
কংগ্রেস | ০০ | |
অন্যান্য | ৬৯ | |
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল | ||
দল | ২০২৩ | |
মোট আসন | ২৮০/২৮১ | |
তৃণমূল | ০১ | |
বিজেপি | ২৯ | |
বাম | ০০ | |
কংগ্রেস | ০০ | |
অন্যান্য | ২৫০ |
২৩ বছর ফের পাহাড়ে হতে চলেছে পঞ্চায়েত ভোট। শেষবার ২০০০ সালে ভোটের সময় কালিম্পং (Kalimpong Panchayat Election Results 2023) ছিল দার্জিলিংয়ের মধ্যে। পরবর্তীতে ২০০৫ সালে পঞ্চায়েত ভোটের আয়োজন হলেও রাজনৈতিক ডামাডোলের কারণে তা ভেস্তে যায়। এরইমধ্যে নানা মহলে ক্রমেই তীব্র হতে থাকে কালিম্পং জেলার দাবি। ২০১৭ সালে পশ্চিমবঙ্গের মানচিত্রে স্বতন্ত্র জেলা হিসাবে আত্মপ্রকাশ করে কালিম্পং। জেলার স্বীকৃতি পাওয়ার এই প্রথম পঞ্চায়েত ভোট হতে চলেছে পাহাড়ের এই জেলায়। এখানেই দার্জিলিংয়ের মতো দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হতে চলেছে।
অন্যদিকে দার্জিলিংয়ের মতো এই জেলাতেও আধিপত্য রয়েছে ভারতী গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের। ইতিমধ্যে কালিম্পংয়ে ৪২টি গ্রাম পঞ্চায়েতের ২৮১টি আসনের মধ্যে ২৭৩টিতে প্রার্থী দিয়েছে অনীত থাপার দল। পাশাপাশি ৭৬টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ৭৩টিতে তাঁরা প্রার্থী দিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনে লড়াই করছে ঘাসফুল শিবির। তবে সিংহভাগ আসনেই বিজিপিএমের সঙ্গে লড়াইটা মূলত বিজেপির।
পঞ্চায়েত সমিতি ৪
আসন সংখ্যা ৭৬
গ্রাম পঞ্চায়েত ৪২
আসন সংখ্যা ২৮১
গ্রাম পঞ্চায়েত
বিজিপিএম- ২৭৩
তৃণমূল কংগ্রেস – ১০
বিজেপি – ১৩২
পঞ্চায়েত সমিতি
বিজিপিএম- ৭৩
বিজেপি – ৩৭