মালদহ: স্কুল ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। থানাতে জানালেও অভিযোগ নেয়নি পুলিশ। শেষমেশ আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের দারস্থ আক্রান্ত ছাত্রের পরিবার। সোমবার দুপুরে মালদহ পুলিশ সুপারের অফিসে গিয়ে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ওই ছাত্র আহত অবস্থায় বাড়িতেই রয়েছে।
জানা গিয়েছে, আক্রান্ত স্কুল ছাত্র মানিকচকের ভূতনি হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে। গত, ১৬ অগস্ট মোটর বাইকে ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, ভূতনি থানার সিভিক ভলান্টিয়র রবিউল শেখের বাবাকে মোটর বাইকে ধাক্কা মারে সে। তারপরও ওই ছাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে সিভিক ভলান্টিয়র। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর বিষয়টিতে অভিযোগ জানাতে ভূতনি থানাতে যায় পুলিশ। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের। রবিউলের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সে কারণে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পরিবারের। পরে তাঁরা আইনজীবীর সঙ্গে কথা বলেন। পুলিশ সুপারের দারস্থ হয়েছেন আহত ছাত্রের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র রবিউল। এখনও পর্যন্ত তাঁর স্ত্রীও এই নিয়ে মুখ খুলতে চাননি। ভূতনি থানার আইসি-ও কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।