আসানসোল: দু’দিন আগে স্টেশন চত্বরে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন। এবার হাসপাতাল থেকে বেরিয়ে সোজা গাছের মগডালে উঠে পড়লেন সেই ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁকে নামাতে খবর দিতে হয় দমকলে। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতাল চত্বরে তুলকালাম শনিবার। ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ঘটনা এটি। দু’দিন আগে আসানসোল রেল স্টেশনের কাছে বিদ্যুৎ খুঁটির উপরে উঠে পড়েছিলেন তিনি। তখনও নামাতে কালঘাম ছোটে। এদিনও আসানসোল জেলা হাসপাতালের মর্গ সংলগ্ন এলাকায় একই দৃশ্য। প্রায় ৪৫ মিনিটের চেষ্টার পর তাঁকে নামানো হয়।
২৫ ফুটের বেশি উঁচু ছিল ডালটি। ফলে ওই ব্যক্তিকে নামাতে গিয়ে কোনও বড় বিপদ না ঘটে যায় সেদিকেও খেয়াল রাখতে হয়েছে উদ্ধারকারীদের। পরে তাঁকে আবারও আসানসোল জেলা হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, কীভাবে একজন রোগী ওয়ার্ড থেকে বেরিয়ে রাস্তায় চলে এল? আসানসোল দমকলের সাব অফিসার বিবেক গড়াই বলেন, “মানসিকভাবে অসুস্থ একজন গাছে উঠে পড়েন। আমাদের খবর দেওয়া হয় হাসপাতাল থেকে। এরপরই আমরা ল্য়াডার নিয়ে এসে তাঁকে নামাই।”
বৃহস্পতিবার বিকালেও আসানসোল স্টেশনে ঢোকার মুখে একটি ওভারহেডের বিদ্যুৎ খুঁটিতে উঠে পড়েন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বড় বিপদ এড়ানো যায়। রেল পুলিশ ও রেল আধিকারিকরা ছুটে আসেন সেদিন। আরপিএফ জওয়ানরা কোনওক্রমে টেনে নামিয়ে আনেন তাঁকে। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। কথাবার্তায় অসংলগ্নতা থাকায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখান থেকেই বেরিয়ে পড়েন। তারপর এই কাণ্ড! সুজয় বোস নামে হাসপাতালের এক ব্যক্তি বলেন, “আজ নিরাপত্তারক্ষীকে মেরে বেরিয়ে গিয়েছেন। আটকানো যায়নি। পিছু পিছু নিরাপত্তা রক্ষী ছুটলেও ততক্ষণে গাছে উঠে পড়ে।”