রেজিনগর: পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে বোমা-বন্দুক। পঞ্চায়েত ভোটপর্ব মিটলেও বোমা উদ্ধারে বিরাম পড়েনি। মুর্শিদাবাদের দুই জায়গা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দু’বালতি বোমা উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। রবিবার দুপুর আড়াইটার সময় রেজিনগর রামপাড়া চৌরাস্তায় নাকাচেকিং চলাকালীন তিন জন যুবক বাইকে করে রেজিনগর থেকে রামপাড়ার দিকে যাচ্ছিল। পুলিশকে দেখেই তাঁরা বাইক ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পুলিশ তাড়া করে ধরে ফেলে তাঁদের। এর পর তল্লাশি চালাতেই তিন জনের কাছে থেকে একটি ৭এমএম পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। বাইকটিও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জামরুল সেখ (১৮), সফিউর রহমান (২০) এবং বিট্টু মণ্ডল (২১)। তিন জনের বাড়িই বেলডাঙ্গা থানার মাড্ডা দলুয়াতে। সোমবার সোমবার তিন জনকেই ৭ দিনের পুলিশি হেপাজতে চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা যাচ্ছিল তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।
অন্য দিকে মুর্শিদাবাদে সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ি বংশবাটী গ্রামে দুই বালতি বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়ির বাথরুম থেকে ও বাড়ির সামনে পুকুরপাড়ের কচুবন থেকে দুই বালতি বোমা উদ্ধার করল আহিরণ ফাঁড়ির পুলিশ।