মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজ সেতুর রেলিং ভেঙে দুর্ঘটনা। রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা দিল একটি লরি। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। সেতুর উপর দিয়ে জোর গতিতে ছুটে আসছিল লরিটি। এদিকে রেলিংয়ের ওপারে রেললাইন ধরে তখন একটি মালগাড়ি আসছিল। লরিটি ব্যারেজ সেতুর উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজ সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। বরাত জোরে রক্ষা পান চালক।
জানা গিয়েছে, এদিন মালদহ থেকে ফরাক্কার দিকে আসছিল মালগাড়িটি। অপরদিকে ১৪ চাকার লরিটিও মালদহ থেকে ফরাক্কার দিকেই যাচ্ছিল। সেই সময় ফরাক্কার দিক থেকে মালদহের দিকে একটি ট্রাক্টর আসছিল। ১৪ চাকার লরিটি ব্যারেজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই প্রথমে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। এরপরই পুরোপুরি বেসামাল হয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। তাতেই রেলিং ভেঙে মালগাড়িতে গিয়ে ধাক্কা লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমারজেন্সি ব্রেক কষে কোনওভাবে ডাউন লাইনে ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ ও পুলিশের বড় টিম। লরি ও ট্রাক্টর দুই-ই একেবারে দুমড়ে গিয়েছে।