Ballot Box: পাট পচাতে পুকুরে নেমে মিলল ব্যালট বাক্স, জোর হইচই নাকাশিপাড়ায়

Mahadeb Kundu | Edited By: সায়নী জোয়ারদার

Jul 30, 2023 | 7:13 PM

Nadia: জল থেকে তোলার পর দেখা যায় সেটি ব্যালট বাক্স। এ নিয়ে যখন ফিসফাস শুরু, তখনই ওই একই পুকুর থেকে আরও একটি ব্যালট বাক্স পাওয়া যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়।

Ballot Box: পাট পচাতে পুকুরে নেমে মিলল ব্যালট বাক্স, জোর হইচই নাকাশিপাড়ায়
ব্য়ালট বাক্স উদ্ধার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: ব্যালট বাক্স বুকে জড়িয়ে ছুট থেকে পুকুরের জলে ব্যালট ভাসতে দেখা, পঞ্চায়েত ভোটের আবহে সবই দেখে নিয়েছে বাংলা। কিন্তু ভোটপর্ব মেটার মাস ঘুরতে চললেও এখনও পুকুরে মিলছে ব্যালট বাক্স। রবিবার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামপঞ্চায়েত এলাকার বহিরগাছি গ্রামে একটি পুকুর থেকে দু’টি ব্যালট বাক্স উদ্ধার করা হয়। এই ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় জোর চাপানউতর চলছে।

এখন পাট পচানোর সময়। জলাশয়ে তা পচানোর কাজ করেন অনেকেই। রবিবার বহিরগাছি এলাকার ওই পুকুরে পাট পচানোর কাজে নেমেছিলেন কয়েকজন। হঠাৎই একটি শক্ত কিছু এক শ্রমিকের পায়ে ঠেকে। ডুব দিয়ে তাতে হাত ছোঁয়াতেই দেখেন বাক্সের মতো কিছু একটা।

জল থেকে তোলার পর দেখা যায় সেটি ব্যালট বাক্স। এ নিয়ে যখন ফিসফাস শুরু, তখনই ওই একই পুকুর থেকে আরও একটি ব্যালট বাক্স পাওয়া যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। প্রসঙ্গত, বহিরগাছির ১৮০ নম্বর বুথে ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল। সে কারণে এখানে পুনর্নির্বাচনও হয়। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় এই ব্যালটগুলি ব্যবহার করা হয়েছিল। সেই ব্যালট বাক্সগুলি জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এখন সেগুলিই উদ্ধার হচ্ছে। এক উদ্ধারকারী মনোরঞ্জন বারুই বলেন, “এখানে তো দু’টো বুথে ঝামেলা গোলমাল হয়েছিল। মনে হচ্ছে ওখানকারই ব্যালট বাক্স।” গ্রামের লোকজনের কেউ কেউ বলছেন, “এবার মনে হচ্ছে আবারও ভোট হবে।”

Next Article