Road Accident: বাস-স্করপিওর মুখোমুখি ধাক্কা জাতীয় সড়কে, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ২

Mahadeb Kundu | Edited By: অংশুমান গোস্বামী

Aug 13, 2023 | 2:47 PM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা-রায়গঞ্জ থেকে বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। শান্তিপুর থানার ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও গাড়ির মুখোমুখি দুর্ঘটনা ঘটে।

Road Accident: বাস-স্করপিওর মুখোমুখি ধাক্কা জাতীয় সড়কে, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ২
দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ফুলিয়া: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল ৩৪ নম্বর জাতীয় সড়কে। রবিবার সকালে একটি বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা। বাসের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে চারচাকা গাড়িটি। সেই গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও তাঁদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বাসে থাকা যাত্রীদের মধ্যেও বেশ কয়েক জন আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া নবলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা-রায়গঞ্জ থেকে বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। শান্তিপুর থানার ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও গাড়ির মুখোমুখি দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অন্য দিকে স্করপিও গাড়িতে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা অপর এক জনও গুরুতর আহত। যদিও এখনও মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

দুমড়ে-মুচড়ে গিয়েছে চার চাকা গাড়ি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। স্করপিওতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তবে বাসযাত্রীদের একাংশের অভিযোগ বাসচালকের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় জ্যাম থাকায় বাসটি বিপরীত লেনে বাসচালক তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। এ বিষয়ে এক বাসযাত্রী বলেছেন, “জ্যাম ছিল বলে বাসটি ভুল দিক দিয়ে আসছিল। বাসটি বাঁদিকে চাপলে এ রকম হত না। ধাক্কা লাগতেই বাসের মধ্যে পড়ে যায়। আমি বহরমপুর থেকে আসছিলাম।” অপর এক মহিলা যাত্রীও একই অভিযোগ করেছেন।

Next Article