Jadavpur University Student Death: স্বপ্নদীপের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন আশা কর্মীরা, উত্তাল বগুলা

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

Aug 12, 2023 | 6:27 PM

Jadavpur University Student Death: এদিন বগুলা হাসপাতাল থেকে বগুলা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন এলাকার আশা কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন বগুলা হাসপাতালের বিএমওএইচ।

Jadavpur University Student Death: স্বপ্নদীপের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন আশা কর্মীরা, উত্তাল বগুলা
প্রতীবাদে আশাকর্মীরা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বগুলা: স্বপ্নদীপের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না বগুলা। চোখের জল বাঁধ মানছে না মা-বাবার। কেঁদে ভাসাচ্ছে  গোটা গ্রামও। এবার স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলে সামিল হলেন আশা কর্মীরা। স্বপ্নদীপের মা স্বপ্না কুন্ডু নিজে আশা কর্মী। তাই সহকর্মীর ছেলের সঙ্গে হওয়া অন্যায় মেনে নিতে পারছেন না তাঁর সতীর্থরাও। সহকর্মীর ছেলের মৃত্যুর প্রতিবাদে এবার রাস্তায় নেমে পড়লেন হাঁসখালির আশাকর্মীরা।

এদিন বগুলা হাসপাতাল থেকে বগুলা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন এলাকার আশা কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন বগুলা হাসপাতালের বিএমওএইচ অরুণ মজুমদার। ঘটনার তীব্র নিন্দা করতে দেখা যায় প্রতিবাদী আশাকর্মীদের। প্রতিবাদীদের দাবি, এ ঘটনায় যাঁরা দোষীদের কঠিন শাস্তি দিতে হবে। এখনও যাঁরা গ্রেফতার করা হয়নি তাঁদের করতে হবে গ্রেফতার।   

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর। তাঁর মৃত্যুর পরেই উঠে যায় একগুচ্ছ প্রশ্ন। খুন নাকি আত্মহত্য়া তা নিয়ে বাড়তে থাকে ধোঁয়াশা। দু’দিন আগে হস্টেলে আসার পরেই ওই পড়ুয়া ব়্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলেও শোনা যায়। একদিন আগেই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামে যাদবপুরেরই এক প্রাক্তনী। তাঁর বয়ানে পুলিশ প্রচুক অসঙ্গতি পেয়েছে বলে খবর। যদি সত্যিই ব়্যাগিং হয়ে থাকে তাহলে তাতে কারা যুক্তি ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। 

Next Article