নদিয়া: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় দফায় তদন্তে পুলিশ। আবারও নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে গেলেন তদন্তকারী আধিকারিকরা। আজ মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। মৃত্যুর আগে ওই ছাত্র শেষবার তার মায়ের সঙ্গে কথা বলেছিল বলে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী বলেছিল সে? সেটা আরও একবার নিশ্চিত করতেই এদিন পুলিশ আধিকারিকেরা গিয়েছিলেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, যাদবপুরের ওই মৃত ছাত্রর মা, ভাই ও বাবার সঙ্গে কথা বলে পুলিশ। আগেও তাঁদের বয়ান নেওয়া হয়েছে। এবার দ্বিতীয়বার তাঁদের সঙ্গে কথা বলল পুলিশ।
গত বুধবার ভোরে হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। তার মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে একাধিক ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে। তবে সেই রাতে ঠিক কী ঘটেছিল, কারা ওই ছাত্রর মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত, সেই তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, ছাত্রের মৃত্যুর পর তার মামা কলকাতায় এসে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ওই শেষ ফোনের কথা। তাঁর বক্তব্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে বাড়িতে শেষবার ফোন করেছিল সে। মা-কে জানিয়েছিল যে সে ভাল নেই। দ্রুত মা-বাবাকে আসতেও বলেছিল। সপ্তাহান্তে তার বাবা ও মা কলকাতায় আসবেন বলেও ঠিক করেছিলেন। ওই ফোনের কয়েক ঘণ্টা পর থেকে আর যোগাযোগ করা যায়নি ওই ছাত্রর সঙ্গে। এরপর বেশ কিছুক্ষণ পর তার বাড়িতে খবর যায় যে সে পড়ে গিয়েছে তিনতলা থেকে।