Bangaon Murder: দাদার বাড়ির জলে ধুয়ে যাচ্ছে মাটির ঘর, বলতে গিয়েই ‘খুন’ ভাই

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 24, 2023 | 11:30 AM

Bangaon Murder: স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। এবার দাদা দ্বিজবর মণ্ডলের বাড়ির ছাদের জল গিয়ে পড়ছিল ভাই বিষ্ণু মণ্ডলের বাড়িতে। ছাদের সেই জল পড়ে মাটির বাড়ি ধুয়ে যাচ্ছিল।

Bangaon Murder: দাদার বাড়ির জলে ধুয়ে যাচ্ছে মাটির ঘর, বলতে গিয়েই খুন ভাই
দাদার হাতে খুন ভাই
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বনগাঁ: দাদার বাড়ি থেকে বৃষ্টির জল চুঁইয়ে গিয়ে পড়ছিল ভাইয়ের ঘরে। সেই কথাই বলতে গিয়েছিলেন ভাই। তখন রাগের বসে ভাইয়ের মাথায় চ্যালাকাঠের বাড়ি মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। তার জেরে মৃত্যু হল ভাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা কলোনি গ্রামের দক্ষিণপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ভাইয়ের নাম বিষ্ণু মণ্ডল।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। এবার দাদা দ্বিজবর মণ্ডলের বাড়ির ছাদের জল গিয়ে পড়ছিল ভাই বিষ্ণু মণ্ডলের বাড়িতে। ছাদের সেই জল পড়ে মাটির বাড়ি ধুয়ে যাচ্ছিল। সেই কথাই দ্বিজবরকে বলতে গিয়েছিলেন বিষ্ণু। অভিযোগ, কথায়-কথায় দুই ভাইয়ের মধ্যে বাধে বচসা। তখনই বৌমার দেওয়া চ্যালাকাঠ দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করেন তাঁর দাদা।

প্রতিবেশীরা বিষ্ণুকে ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে এলে তাঁর অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু এরপরও বাঁচানো যায়নি তাঁকে।

ঘটনার বিষয়ে বিষ্ণু মণ্ডলের প্রতিবেশী বলেন, “দ্বিজবর মণ্ডলের বাড়ির ছাদের জল বিষ্ণু মণ্ডলের বাড়িতে পড়ায় বিষ্ণু দাদা দ্বিজবরের কাছে নালিশ করতে গিয়েছিল। তখনই কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। হাসপাতালে এসে মৃত্যু হয় বিষ্ণুর।”

 

 

 

Next Article