বেলঘরিয়া: ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন। মোটামুটি রাস্তা-ঘাট ফাঁকা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে একের পর এক দ্রুত গতিতে যাচ্ছে। কিন্তু সকলের চোখ একদিকে। খালের পাশে প্রচুর ভিড়। ইতিউতি শুনে বোঝা গেল অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। আটক একজন।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার প্রথমে নয়ানজুলিতে দেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরাই স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেন। ব্যারাকপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, উদ্ধার হওয়া যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের অনুমান, গতকাল কোনও মারধরের ঘটনা ঘটেছে তার জেরেই এই ঘটনা । ইন্দ্রজিত নামে এক বাসিন্দা বলেন, “আজ সকালবেলা বাচ্চারা দেখেছে এখানে একজন পড়ে রয়েছে। তারপর এলাকাবাসী জানতে পারেন। এই ঘটনা কখনও ঘটেনি আগে। এ আমাদের পাড়ারও নয়।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশেই একটি পানশালা রয়েছে। সেখানে নিত্যদিন অশান্তি হয়। এদিন ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর কমিশনারের এসিপি পদমর্যাদার আধিকারিক। তিনিও স্থানীয় বাসিন্দাদের দাবিকে কার্যত মান্যতা দেন। তিনি জানালেন, উদ্ধার হওয়া যুবকের দেহে আঘাতে চিহ্ন রয়েছে। এখনও নাম পরিচয় জানা যায়নি। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। গোটা ঘটনায় পানশালার এক কর্মীকে আটক করেছে দমদম থানার পুলিশ।