গত বছরই ধরছিল ফাটল, ভেঙে পড়ল রতন বাবুর ঘাট লাগোয়া বেশ কয়েকটি বাড়ি

Ranjit Dhar | Edited By: অংশুমান গোস্বামী

Aug 16, 2023 | 8:30 PM

সম্প্রতি ফাটল ধরা বাড়িগুলি পুরোপুরি ভেঙে পড়েছে। ওই এলাকার রাস্তাতেও ধস আরও বেড়েছে। এর জেরে নতুন করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সেখানকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

গত বছরই ধরছিল ফাটল, ভেঙে পড়ল রতন বাবুর ঘাট লাগোয়া বেশ কয়েকটি বাড়ি
ভেঙে পড়েছে ফাটল ধরা বাড়ি।

Follow Us

কাশীপুর: উত্তর কলকাতার কাশীপুরে রতন বাবুর ঘাটের পাড়ে দীর্ঘদিন ধরে রয়েছে জনবসতি। দীর্ঘ প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে এখানে বসবাস করছে প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার। গত বছর তাঁদের জীবনে নেমে আসে বিপত্তি। ওই বসতির বেশ কয়েকটি ঘরে ফাটল দেখা দেয়। তা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে। তখন ওই বসতির ১২টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় স্কুলবাড়িতে। তার পর থেকেই সেখানেই রয়েছে তাঁরা। সম্প্রতি ফাটল ধরা বাড়িগুলি পুরোপুরি ভেঙে পড়েছে। ওই এলাকার রাস্তাতেও ধস আরও বেড়েছে। এর জেরে নতুন করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সেখানকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

গত বছর রতন বাবুর ঘাট লাগোয়া বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ার পর সেখানে এসেছিলেন স্থানীয় বিধায়ক, কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান। তখন থেকেই ৬টি পরিবার থাকছেন স্কুলের ঘরে। স্কুলের একই ঘরে থাকতে তাঁদের সমস্যাও হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, নতুন ঘর দেওয়ার কথা জনপ্রতিনিধিরা বললেও তা বাস্তবায়িত হয়নি। এর জেরে স্কুলের একটি ঘরেই রান্নাবান্না করে থাকতে হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের ঘরের নীচে একটি ৭২ ফুটের পাইপ ছিল। যা দিয়ে জল গঙ্গায় গিয়ে পড়ত। সেই পাইপ বন্ধ হয়ে যাওয়ার ফলে জল মাটি ধসিয়ে গঙ্গায় গিয়ে পড়ছে। যার জেরেই তাঁদের ঘরে ফাটল দেখা দেয়। কয়েকদিন আগের মুষলধারের বৃষ্টিতে মাটি পুরো সরে যেতেই ভেঙে পড়ে ঘর।

Next Article