সোদপুর: টোটোতে যাওয়া নিয়ে বচসা। শুধু তাই নয়, টোটো চালককে মারধরের অভিযোগ মহিলার বিরুদ্ধে। নিজেকে পুলিশ কর্মীর মেয়ে পরিচয় দিয়ে চালককে নিগ্রহের অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ টোটো-চালকদের। আটক ওই মহিলা।
জানা গিয়েছে, সোদপুর স্টেশন রোডে টোটো স্ট্যান্ড থেকে বিটি রোড স্বদেশী মোড় যাওয়ার জন্য এক মহিলা যাত্রী ও তাঁর বাবা টোটোতে ওঠেন। গন্তব্যে যাওয়ার সময় ওই টোটো চালক বলেন এলাকায় জল জমে রয়েছে। সেই রাস্তা দিয়ে নিয়ে গেলে টোটো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ, সেই সময় ওই মহিলা নিজেকে পুলিশ কর্মীর মেয়ে পরিচয় দেন। আর অশ্রাব্য ভাষায় গালাগালি করেন চালককে বলে অভিযোগ। জলের মধ্যে দিয়েই যেতে টোটো চালককে নিয়ে যেতে বাধ্য করেন।
এরপর টোটোচালক ওই মহিলাকে ফিরিয়ে নিয়ে আসেন স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে আসার পর চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর ও হুমকির অভিযোগ ওঠে মহিলা যাত্রীর বিরুদ্ধে।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুর স্টেশন রোড এলাকায়। আহত টোটো চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়দহ বলরাম হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। আধিকারিকরা আসতেই তাঁদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান বাকি টোটোচালক থেকে শুরু করে এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় টোটো চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এক টোটো চালক জানান, তাঁরা যথেষ্টই আতঙ্কিত। পুলিশ আধিকারিকের মেয়ে বলে তাঁদের উপরে অত্যাচার নেমে আসতে পারে ভবিষ্যতে। এমনটাই আশঙ্কা করছেন তাঁরা। ঘটনার পরে পুলিশকর্মীর মেয়ে পরিচয় দেওয়া ওই মহিলা যাত্রীকে আটক করে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ।