গোপালনগর: চুরি করতে এসেছে- এই সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধর করল এলাকাবাসী। লাঞ্ছিত দুই মহিলার কোলে বাচ্চাও ছিল। তাদের মারধর করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গাজীপুর এলাকায়। ঘটনা ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মারধরের পর পুলিশের হাতে অভিযু্ক্ত দুই মহিলাকে তুলে দেয় এলাকাবাসী। তাদের গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। এবং দুই মহিলার সঙ্গে থাকা শিশুদের হোমে পাঠানো হয়েছে।
ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করতে ঢোকার অভিযোগ উঠেছে ওই দুই মহিলার বিরুদ্ধে। চোর সন্দেহেই তাদের গাছে বেঁধে মারধর করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজীপুর এলাকায় চুরির অভিযোগ ধৃত দুই মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। তাদের নাম মৌসুম সিংহ ও সাবানা সিংহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে গত কয়েক দিনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। ছদ্মবেশে এসে দিনের বেলাতেই চুরির অভিযোগ উঠছিল। ওই গ্রামে সুশান্ত মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে রবিবার কেউ ছিল না। ঘর তালাবন্ধ ছিল। সে সময়ই ওই দুই মহিলা ঘরের তালা ভেঙে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। তাদের সঙ্গে ছিল দুই শিশু। যা নজরে আসতেই সন্দেহ হয় গ্রামবাসীরা। তখন তাঁরা এসে দুই মহিলাকে পাওড়াও করেন। কেন তারা তালা খুলছে, তা জানতে চান। কিন্তু গ্রামবাসীদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি দুই মহিলা। অভিযোগ, তখনই চোর সন্দেহে ওই দুই মহিলাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে মারধর করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় তাদের।