Panchayat Election Results 2023: ঘাসফুলের জয়জয়কার, কোথায় হাসি ফুটল বাম-বিজেপির? দেখে নিন সকাল ৮টা অবধি পঞ্চায়েত নির্বাচনের ফল

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Apr 29, 2024 | 12:56 PM

Panchayat Elections 2023 District Results: উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও ২১-র বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করলেও, এবারে রক্তক্ষরণ হয়েছে কেন্দ্রের শাসক দলের। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের অধিকাংশ আসনেই বিজেপিকে টপকে গিয়েছে তৃণমূল।

Panchayat Election Results 2023: ঘাসফুলের জয়জয়কার, কোথায় হাসি ফুটল বাম-বিজেপির? দেখে নিন সকাল ৮টা অবধি পঞ্চায়েত নির্বাচনের ফল
কেমন ফল পঞ্চায়েতের?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর ঘোষণা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023) দিনক্ষণ। ভোটের দিন ঘোষণার পর থেকে শুরু হয়েছিল অশান্তি-হিংসা, ভোট পর্ব থেকে গণনা অবধিও সেই রেশ বজায় রয়েছে। গোটা ভোট পর্বে ৪০ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও গণনা চলছে, পাশাপাশি মিলছে অশান্তির খবরও (Poll Violence)। মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছিল। এখনও অবধি ভোটের ফলের যে সার্বিক চিত্র পাওয়া গিয়েছে, তাতে আপাতভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই (TMC) জয়জয়কার। বাম-বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০টি জেলা পরিষদে মধ্যে ১৫টিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতে ৪২,২২৬ আসনে এগিয়ে তৃণমূল, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫৯৮৮ আসনে তৃণমূল, ৭১৯টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

গত বছর থেকে যেভাবে শিক্ষা থেকে শুরু করে নিয়োগ, একের পর এক দুর্নীতির পর্দাফাস হতে শুরু করেছে, তা দেখে মনে করা হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূলের ভোটে এর প্রভাব পড়তে পারে। কিন্তু গতকাল গণনা পর্ব থেকেই দেখা যাচ্ছিল, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের ফলের সঙ্গে বিশেষ পরিবর্তন হচ্ছে না। এবারও দাপট অব্যাহত শাসক দলের। এখনও অবধি  গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল সামনে এসেছে, তাতে ঘাসফুলের জয়জয়কার জারি। যেমন পূর্ব বর্ধমানে নিরঙ্কুশ জয়ের দিকে এগোচ্ছে তৃণমূল। হাওড়া, কোচবিহারেও দারুণ ফল তৃণমূল কংগ্রেসের।

অন্যদিকে, উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও ২১-র বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করলেও, এবারে রক্তক্ষরণ হয়েছে কেন্দ্রের শাসক দলের। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের অধিকাংশ আসনেই বিজেপিকে টপকে গিয়েছে তৃণমূল। পাহাড়ে আবার স্থানীয় দলগুলি ভাল ফল করেছে।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে মালদা-মুর্শিদাবাদে। দুই জেলাতেই তৃণমূলকে জোর টক্কর দিচ্ছে বাম, বিজেপি থেকে শুরু করে কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে বিজেপি ও তৃণমূলের কড়া লড়াই চলছে, পশ্চিম মেদিনীপুরে আবার বিজেপিকে টপকে গিয়েছে তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত নির্বাচনে আপনার জেলার কী ফল, তা দেখে  নিন একনজরে- https://tv9bangla.com/tag/panchayat-elections-2023-district-results

পঞ্চায়েত ভোটের যাবতীয় আপডেট দেখতে চোখ রাখুন টিভি৯ বাংলার ইউটিউব পেজে।

Next Article