Asansol Accident: বাইকের চাকা স্লিপ করে মাটিতে ছিটকে পড়লেন ৩ জন, মাথা থেঁতলে চলে গেল ট্রাক

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2023 | 11:39 AM

Asansol Accident: মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর এলাকাবাসী জানায় পুলিশকে।

Asansol Accident: বাইকের চাকা স্লিপ করে মাটিতে ছিটকে পড়লেন ৩ জন, মাথা থেঁতলে চলে গেল ট্রাক
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্য়ু হল তিন যুবকের। জানা গিয়েছে, বাইকে চড়ে তিনজন যুবক দ্রুত গতিতে যাচ্ছিলেন। এবার রাস্তা সংস্কারের জন্য কাঁটা পড়েছিল রাস্তায়। তখন নিয়ন্ত্রণ করতে পারেননি তাঁরা। আর তারপরই ছিটকে পড়ে যায় তিনজন। সেই সময় পিছন থেকে একটি লরি এসে চাপা দিয়ে যায় তাঁদের।

মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর এলাকাবাসী জানায় পুলিশকে। তাঁরা এসে উদ্ধার করে তিনজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রথমে দু’জন ও পরে একজনকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, তিনজনের মধ্যে এক জনের বাড়ি উত্তর আসানসোলের মহিশীলা কলোনীতে। একজনের বাড়ি আসানসোলের ধাদকায়। তিনজনেরই বয়স পঁচিশের আশেপাশে। বুধবার তাঁদের দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

মানু দত্ত নামে এক প্রত্যক্ষদর্শী জানান, “ওরা সকলে বাইক সারানোর কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় জাতীয় সড়কের উপরে রাস্তা সারানোর কাজের জন্য তাদের বাইকের চাকা পিছলে যায়। তখন উল্টে পড়ে যায় তাঁরা। মাথার উপর দিয়ে সেই সময় একটি লরি চলে যায়। সেখানেই মৃত্যু হয় তাদের।”

Next Article