Daspur Samabay Election: দাসপুরে উড়ল লাল আবির, নির্বাচনে জিতল বামেরা

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2023 | 6:36 PM

Daspur Samabay Election: যদিও, এদিন একটি জোনের ভোটাভুটির পর ব্যালট বাক্স খুলে দেখা যায় ভোট দাতার সংখ্যার থেকে ব্যালট পেপারের সংখ্যা বেশি।

Daspur Samabay Election: দাসপুরে উড়ল লাল আবির, নির্বাচনে জিতল বামেরা
নির্বাচনে জিতল বাম
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দাসপুর: বামেদের দখলে সমবায় সমিতি। তৃণমূল-বিজেপি-কে টেক্কা দিয়ে সমবায় দখল করল বামেরা। উড়ল লাল আবির। রবিবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ডোঙাভাঙা গুমকপোতা সমবায় সমিতির নির্বাচন। করোনার জেরে দীর্ঘদিন সমবায় নির্বাচন না হওয়ার কারণে বামেদের দখলেই ছিল এই সমবায় সমিতি। মোট ৬৭টি আসনকে তিনটি জোনে ভাগ করে হয় এই নির্বাচন। তার মধ্যে ২টি জোনের ৩৬ টি আসনেই  বাম সমর্থিত সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী হয়। দীর্ঘদিন পর নির্বাচন হয়। ফল ঘোষণা হতে দেখা যায় শাসক দল তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করেছে বামেরা। ফলে ফের সমবায় দখলে রইল তাদের।

যদিও, এদিন একটি জোনের ভোটাভুটির পর ব্যালট বাক্স খুলে দেখা যায় ভোট দাতার সংখ্যার থেকে ব্যালট পেপারের সংখ্যা বেশি। আর এতেই সমবায়ের একটি জোনে ৩১ আসনের ভোটাভুটির ফলাফল স্থগিত করার দাবি তোলে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ। তারপরেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার ম্যাজিক ফিগার পেল বামেদের সমবায় বাঁচাও মঞ্চ।

তবে এই ভোটকে বাম তৃণমূল-সিপিএম জোট বলে দাবি করেছে বিজেপি নেতা তপন দত্ত। তাঁর দাবি কোনও কারচুপি হয়নি। উল্টে বিজেপির ২৫ জন জয় লাভ করেছে। অপরদিকে, বিজেপিকে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত।

Next Article