ঘাটাল: মাথায় ঠিক মতো ছাউনি ছিল না। বৃষ্টির দিনগুলোতে ভয়েই থাকতেন কর্মীরা। বন্ধ থাকত রান্না, পঠন-পাঠন। সেন্টারের মধ্যেই জমে যেত জল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি করেছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। অবশেষে TV9 বাংলায় সেই খবর সম্প্রচার হওয়ার পরই নড়েচড়ে বসল প্রশাসন। মেরামত করে দেওয়া হয়েছে সেই ছাউনি। ফলে বৃষ্টির মধ্যেও পঠন পাঠনে আর কোনও বাধা রইল না। তাই সংবাদমাধ্যমকেই ধন্যবাদ জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ১৪৯ নম্বর আইসিডিএস সেন্টারের কর্মীরা।
কয়েকদিন আগেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার ছবি তুলে ধরা হয়েছিল। দেখা গিয়েছিল, বৃষ্টি হলেই বন্ধ রাখতে হত পঠন পাঠন ও মিড ডে মিলের রান্না। খবর প্রকাশের পর তড়িঘড়ি পুরসভার তরফে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে কাউন্সিলর। ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী সিং বলেন, ‘সংবাদমাধ্যমে সমস্যাটি সামনে আসার পরই দ্রুত কাজ হয়েছে। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই।’
ছাউনি ভেঙে ওই আইসিডিএস সেন্টারের মধ্যে জল পড়ছিল। সেন্টারে সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছিলেন অভিভাবকেরা। আশঙ্কা ছিল যে কোন সময় মাথার ওপর ভেঙে পড়তে পারে ছাদ। ঝুঁকি নিয়েই চলছিল শিশুদের পঠন-পাঠন ও রান্নার কাজ। আইসিডিএস-এর কর্মী পারমিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বারবার সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।