Ghatal: ঘাটালে জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন বিজেপিতে, বোর্ড গঠনের আগে নয়া সমীকরণ পঞ্চায়েতে

Ashim Bera | Edited By: Soumya Saha

Aug 07, 2023 | 9:53 PM

Ghatal BJP: সোমবার সন্ধেয় ঘাটালের সুলতানপুর এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন জয়ী নির্দল প্রার্থী। ফলে নতুন সমীকরণে পঞ্চায়েতের বোর্ড গঠনের দৌঁড়ে তৃণমূলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপি শিবির।

Ghatal: ঘাটালে জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন বিজেপিতে, বোর্ড গঠনের আগে নয়া সমীকরণ পঞ্চায়েতে
শক্তি বাড়াচ্ছে বিজেপি?
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

ঘাটাল: সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি। ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে মোটে ২১টি আসন রয়েছে। তার মধ্যে দশটি করে আসন জিতেছিল তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ। বাকি একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী। এবার সেই নির্দল প্রার্থী কৌশিক জানা যোগ দিলেন বিজেপিতে। সোমবার সন্ধেয় ঘাটালের সুলতানপুরে এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। ফলে নতুন সমীকরণে পঞ্চায়েতের বোর্ড গঠনের দৌড়ে তৃণমূলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপি শিবির।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ী নির্দল প্রার্থী কৌশিক জানা বলছেন, ‘ঘাটাল ব্লক থেকে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে চাই। শুধু বিজেপি নয়, অন্যান্য বিরোধী দলগুলির কর্মীরাও আজ বঞ্চিত। এই পরিস্থিতি শুধু ঘাটালে নয়, গোটা রাজ্যেই একই অবস্থা।’ এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্যই তিনি আজ বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি কৌশিক জানার। তাঁর কথায়, ‘বিজেপি হল সাধারণ মানুষের আবেগ। আমারও আবেগ।’ মানুষের হয়ে কাজ করার উদ্দেশ্যেই তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি সুলতানপুরের জয়ী নির্দল প্রার্থীর।

বিজেপি বিধায়ক শীতল কপাটও বলছেন, ‘পুলিশ আমাদের কর্মীদের ভয় দেখিয়েছে, চাপ দিয়েছে। তাও বিজেপিকে আটকে রাখা যায়নি। বিজেপির প্রার্থীরা প্রমাণ করে দিয়েছে, বিজেপি কর্মীদের কেনা-বেচা এত সহজ নয়।’ এদিন জয়ী নির্দল প্রার্থীর সঙ্গে আরও ৩৫টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি বিধায়কের। আগামী দিনে কৌশিক জানার হাত ধরে সাধারণ মানুষের আরও উন্নয়ন হবে বলেও আশাবাদী বিধায়ক।

যদিও এই যোগদানকে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি। তাঁর দাবি, ‘রাজ্যে আমাদের তৃণমূল সরকারের যে উন্নয়নের ধারা চলছে, তাতে প্রতিটি মানুষ উপকৃত হচ্ছেন। আজ যাঁরা বিজেপি করছেন, খুব শীঘ্রই তাঁরা নিজেদের ভুল বুঝতে পারবেন।’

Next Article