Paschim Medinipur Zilla Parishad Election 2023 Results: পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের প্রভাব নেই তৃণমূলের ফলে, অনেক পিছনে বিরোধীরা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jul 15, 2023 | 10:54 AM

Paschim Medinipur Zilla Parishad Results: এক সময়ে সিপিএমের গড় ছিল পশ্চিম মেদিনীপুর। কিন্তু মাওবাদী উপদ্রবের জেরে ধীরে ধীরে বাম দুর্গ দুর্বল হয়। জেলার দখল যায় তৃণমূলের হাতে।

Paschim Medinipur Zilla Parishad Election 2023 Results: পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের প্রভাব নেই তৃণমূলের ফলে, অনেক পিছনে বিরোধীরা
Image Credit source: TV9 বাংলা

Follow Us

মাওবাদী প্রভাব বামদুর্গে ফাটল ধরিয়েছিল। সেই ফাঁকে শক্তি বাড়িয়েছিল তৃণমূল। দিলীপ ঘোষ এই জেলা থেকে প্রথমে বিধায়ক ও পরে সাংসদ হন। কিন্তু বিজেপি উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হতে পারেনি এই জেলায়। কুড়মি আন্দোলন এই জেলাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে কী পরিস্থিতি হল এই জেলায়? তৃণমূলের আধিপত্য কি খর্ব হল? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩
ত্রিস্তর মোট আসন তৃণমূল বিজেপি কংগ্রেস বাম অন্যান্য ত্রিশঙ্কু
গ্রাম পঞ্চায়েত ২১১ ১৯৪ ১১
পঞ্চায়েত সমিতি ২১ ২১
জেলা পরিষদ ৬০ ৬০

………………………………………………………………………………………………………………………………

জেলা পরিষদ আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৫১ ৬০
তৃণমূল ৫১ ৬০
বিজেপি ০০
বাম ০০
কংগ্রেস ০০
অন্যান্য ০০
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৬১১ ৬৩১
তৃণমূল ৫৪৫ ৫৯৪
বিজেপি ৪৫ ৩২
বাম ০৩
কংগ্রেস ০০
অন্যান্য ১৫ ০২
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৩০৪০ ৩৮০৮/৩৮৮১
তৃণমূল ২৩৬৫ ৩০৭৭
বিজেপি ৪১৬ ৫৫০
বাম ৯৪ ৮৫
কংগ্রেস ০৫
অন্যান্য ১৬০ ৯১

আগে ছিল একই জেলা। ২০০২ সালের ১ জানুয়ারি ভেঙে দুই খণ্ড করা হয় মেদিনীপুর জেলাকে। অবিভক্ত মেদিনীপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পরিণত হয়। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে তিনটি মহকুমা, খড়্গপুর, মেদিনীপুর সদর ও ঘাটাল। দক্ষিণ ২৪ পরগণার পর এটিই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা। তবে পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় সমস্য়া হল বন্যা। বর্ষা শুরু হলেই প্লাবিত হয় এই জেলা। বিশেষ করে ঘাটাল সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে থাকে।

এক সময়ে সিপিএমের গড় ছিল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur Panchayat Election Results 2023)। কিন্তু মাওবাদী উপদ্রবের জেরে ধীরে ধীরে বাম দুর্গ দুর্বল হয়। জেলার দখল যায় তৃণমূলের হাতে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিঁদ কেটে ঢোকে বিজেপি। ২১১টি আসনের মধ্যে ২১টি আসন বিজেপির দখলে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী হন দিলীপ ঘোষ এবং তিনি জয়ীও হন। তবে ২০২১ সালের নির্বাচনেই আবার বিজেপি মুখ থুবড়ে পড়ে। ১৫টি আসনের মধ্যে মাত্র ২টি আসনে বিজেপি জয়ী হয়।
এবারের লড়াই তৃণমূল বনাম বিজেপি হলেও, কুড়মিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ভৌগলিক চরিত্র-

আয়তন-৯,২৯৫.২৮ বর্গ কিমি
জনসংখ্য়া- ৪০ লক্ষ ৪৮ হাজার

বিধানসভা আসন– ১৮

লোকসভা আসন-২

গ্রাম পঞ্চায়েত– ২১১

তৃণমূল কংগ্রেস-২০২
বিজেপি-৯
বাম-০
কংগ্রেস-০

আসন সংখ্যা- ৩০৪০
তৃণমূল- ২৩৬৫
বিজেপি-৪১৬
সিপিআই-৬
সিপিএম-৮৮
কংগ্রেস-৪
নির্দল-২
অন্যান্য-১৫৮

পঞ্চায়েত সমিতি-২১

মোট আসন- ৬১১
তৃণমূল কংগ্রেস-৫৪৫
বিজেপি-৪৫
সিপিএম-৬
নির্দল-১৫

জেলা পরিষদ-

মোট আসন-৫১
তৃণমূলের দখলে রয়েছে ৫১টি আসনই

Next Article