Ghatal swimming competition: ১৯৫০ সাল থেকে শুরু হয়ে চলছে এখনও, শিলাবতী নদীর সাঁতার প্রতিযোগিতা নজর কাড়ল ঘাটালবাসীর

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 16, 2023 | 8:40 AM

Ghatal: ঘাটালের শিলাবতী নদীর নিমতলা ঘাট থেকে শুরু হয়ে দেওয়ানী কোর্ট ঘাটে শেষ হয় এই সন্তরণ প্রতিযোগিতা। ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

Ghatal swimming competition: ১৯৫০ সাল থেকে শুরু হয়ে চলছে এখনও, শিলাবতী নদীর সাঁতার প্রতিযোগিতা নজর কাড়ল ঘাটালবাসীর
ঘাটালে প্রতিযোগিতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঘাটাল: সেই ১৯৫০ সাল থেকে চলে আসছে সাঁতার প্রতিযোগিতা। শিলাবতী নদীতে চলে আসছে ২.৫ মাইল সন্তরণ প্রতিযোগিতা। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনও অন্যথা হয়নি। এই প্রতিযোগিতা দেখতে ভিড় উপচে পড়েছিল নদীর পাড়ে।

ঘাটালের শিলাবতী নদীর নিমতলা ঘাট থেকে শুরু হয়ে দেওয়ানী কোর্ট ঘাটে শেষ হয় এই সন্তরণ প্রতিযোগিতা। ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে রয়েছে দু’জন মহিলা প্রতিযোগী ছিলেন। সাঁতার প্রতিযোগিতা দেখতে শিলাবতী নদীর দুই পাড়ে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘাটাল টাউন হলে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা সুমন বিশ্বাস, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ অতিথিরা।

জেলা ছাড়িয়ে ভিন জেলার প্রতিযোগীরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও মহিলা প্রথম প্রতিযোগীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সাথে সকল প্রতিযোগীকেই পুরস্কার দেওয়া হয়।

Next Article