পশ্চিম মেদিনীপুর: দুর্যোগ চলছেই। জেলায় জেলায় চলছে তুমুল বৃষ্টি। এরইমধ্যে মঙ্গলবার বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় চারজনের মৃত্যু হল। আহত তিন। মঙ্গলবার দুপুর থেকে তুমুল বৃষ্টি শুরু হয় গোটা জেলায়। সঙ্গে বজ্রপাত। তাতেই প্রাণ গেল একের পর ব্যক্তির। সূত্রের খবর, এদিন গড়বেতা দু’নম্বর ব্লকের ১০ নম্বর জোগারডাঙ্গা অঞ্চলে মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রাঘাতে মৃত্যু হয় দুই চাষীর। মৃতদের মধ্য়ে বিমল মান্ডির বাড়ি জংলাবাদী এলাকায়। বয়স ৩৭। প্রাণ গিয়ছে গৌতম নন্দীরও (৩৮)। তাঁর বাড়ি সিতারামপুরে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ মাঠে ধান লাগানোর কাজ গিয়েছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই বজ্রাঘাতে প্রাণ চলে যায় তাঁদের। একই ছবি খড়্গপুর দু’নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত তিন। প্রাণ গিয়েছে মমতা সাই এবং বরুণ দলুইয়ের। অন্যদিকে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তুমুল বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। কলকাতাতে থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।