Drinking Water Problem: কল বিকল করে জল বন্ধের ফতোয়া, টিভি নাইন বাংলা খবর তুলে ধরতেই তৎপর প্রশাসন

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

Aug 18, 2023 | 9:21 AM

Medinipur: বিডিওর দাবি, খবর পেয়ে প্রথমেই গ্রামপঞ্চায়েতের সদস্যরা গিয়েছিলেন এলাকায়। জল ফেরানোর ব্যবস্থাও করে দেন। তবে রাতেই আবার বিকল করা হয় কল। বুধবার রাতে আবারও একই ঘটনা ঘটে।

Drinking Water Problem: কল বিকল করে জল বন্ধের ফতোয়া, টিভি নাইন বাংলা খবর তুলে ধরতেই তৎপর প্রশাসন
চারদিন পর ফিরল জল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: চারদিন ধরে জল বন্ধ ছিল। ঘরের খাওয়ার জলটুকু নেই বলে, ক্যামেরার সামনে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন গ্রামেরই এক মহিলা। টিভি নাইন বাংলায় সেই খবর প্রচারিত হতেই ফের জল ফিরল দাসপুর থানা এলাকার রাজনগর গ্রামপঞ্চায়েতের সামাট গ্রামে। প্রসাশনের উদ্যোগে ট্যাপ থেকে গড়াল জল। অভিযোগ, এলাকার কয়েকজন মাতব্বর ফতোয়া জারি করেছিলেন। তার জেরেই সামাট গ্রামে বাছাই করা কিছু পরিবার জল পাচ্ছিলেন না। কোথাও ভেঙে দেওয়া হচ্ছিল জলের কল, কোথাও আবার ট্যাপের মুখই সিল করে দেওয়া হচ্ছিল। চরম বিপাকে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে মোড়লদের মাতব্বরি রুখতে উদ্যোগ নিল প্রশাসন।

বিডিওর দাবি, খবর পেয়ে প্রথমেই গ্রামপঞ্চায়েতের সদস্যরা গিয়েছিলেন এলাকায়। জল ফেরানোর ব্যবস্থাও করে দেন। তবে রাতেই আবার বিকল করা হয় কল। বুধবার রাতে আবারও একই ঘটনা ঘটে। বৃহস্পতিবার নতুন ট্যাপকল লাগানো হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্যও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে।

এলাকার বাসিন্দা পুতুল সামন্ত বলেন, “চারদিন ধরে জল বন্ধ ছিল। আজ পঞ্চম দিনে প্রশাসন জলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা জল পাচ্ছি। খুবই খুশি আমি।” এর আগের দিন ক্যামেরার সামনে কেঁদে ফেলেছিলেন যে মঞ্জরী সামন্ত, তিনি বলেন, “আজ সমস্যা মিটল। পাইপের মুখটা খুলে দিল খুব সুবিধা হল। আর এখন কোনও সমস্যা নেই।”

Next Article