কাটোয়া: বোমাবাজির মাঝে পড়ে আহত হল এক বাচ্চা ছেলে। বোমার আঘাতে হাত, পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লেগেছে তার। বাচ্চাটির নাম আল্লারাখা শেখ (১২)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মারাত্মক জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। বোমাবাজির ঘটনা শনিবার ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত ধনডাঙা দক্ষিণপাড়া এলাকায়। শিশুটির অভিভাবকদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরেই এই বোমাবাজির ঘটনা। তার জেরেই আহত হয়েছে ১২ বছরের বাচ্চা ছেলেটি।
জানা গিয়েছে, শনিবার সকালে আল্লারাখা দোকানে যাচ্ছিল। সে সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। তার জেরেই আহত হয়েছে ওই বাচ্চাটি। বোমার আঘাতে মারাত্মক জখম হয় সে। আহত বালকের পরিবারের অভিযোগ, ওই অঞ্চলে পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছে তৃণমূল। তার পর এলাকার সিপিআইএম কর্মী সমর্থকদের পরিবারের ওপর বোমা ছুঁড়ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার সকাল থেকেই চলছিল বোমাবাজি ও মারধর। দোকান যাওয়ার পথে সেই ঝামেলার মধ্যে পড়ে আহত হয়েছে বাচ্চাটি।
আহত বাচ্চাটির দিদি পানু বেগম বলেছেন, “আমাদের গ্রামে ঢোকার একটাই রাস্তা। সেটা দিয়ে যেতে দেয় না ভোটের পর থেকে। মারপিট করে। ভোটের পর থেকেই এই চলছে। কাল রাতেও বোমাবাজি হয়েছিল। আমার ভাইয়ের পায়ে বোমা মেরেছে। আমরা আতঙ্কে আছি।” যদিও এই ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।