Trinamool MLA: রাজনীতির সঙ্গেই দাপিয়ে অভিনয়, ‘প্রলয়ে’ সেচমন্ত্রীর পর যাত্রাপালার মঞ্চ কাঁপালেন এই তৃণমূল বিধায়ক

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Aug 18, 2023 | 10:46 PM

প্রসঙ্গত, জেলায় দাপুটে নেতা হিসাবে পরিচিতি রয়েছে উত্তমবাবুর। কয়েকদিন আগে খেজুরী থেকে পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন।

Trinamool MLA: রাজনীতির সঙ্গেই দাপিয়ে অভিনয়, ‘প্রলয়ে’ সেচমন্ত্রীর পর যাত্রাপালার মঞ্চ কাঁপালেন এই তৃণমূল বিধায়ক
বামদিকে পার্থ ভৌমিক, ডানদিকে উত্তম বারিক
Image Credit source: TV-9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: শখের বশে কিনা হয়। কথায় আছে মেজাজটাই আসল রাজা। রাজনৈতিক ময়দানের পর যাত্রার মঞ্চেও ঝড় তুললেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) জেলা সভাধিপতি উত্তম বারিক। দাপিয়ে করলেন অভিনয়। কুড়োলেন প্রশংসা। পড়ল দেদার করতালি। সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়ে পুলিশ কর্মীর ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। মন্ত্রী মশাইয়ের সুপ্ত প্রতিভা নিয়ে সিনেমহলেও চলছে জোর চর্চা। এবার উত্তম বারিকের অভিনয় দেখেও অনেকই বলছেন ‘অতি উত্তম’। যাত্রা মঞ্চে তাঁর অভিনয় এখন ঘুরছে জেলাবাসীর মোবাইলে মোবাইলে। 

প্রসঙ্গত, জেলায় দাপুটে নেতা হিসাবে পরিচিতি রয়েছে উত্তমবাবুর। কয়েকদিন আগে খেজুরী থেকে পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন। তারপরেই ১৬ অগস্ট দ্বিতীয়বারের জন্য পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। কিন্তু, তাঁর এই সুপ্ত প্রতিভার কথা জানতেন না অনেকেই। 

যদিও উত্তমবাবু জানাচ্ছেন নাটক-যাত্রা-অভিনয়ের সঙ্গে তাঁর ভালবাসা ছোটবেলা থেকেই। অনেক যাত্রাপালাতেই করেছেন অভিনয়। কিন্তু, রাজনৈতিক ব্যস্ততার কারণে বহুদিন থেকে আর সেভাবেই অভিনয় চর্চা করা হয়নি। সুযোগও মেলেনি সেইভাবে। কিন্তু, ব্যস্ততা একটু কমতেই পুরনো মেজাজে ফিরলেন উত্তমবাবু। পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের গোটশাউড়িতে এক যাত্রাপালায় দাপিয়ে করলেন অভিনয়। তাঁর অভিনয় দেখে মুদ্ধ এলাকার বাসিন্দারা। বিশেষত তাঁর গলার স্বর আর সংলাপ পাঠ তাক লাগিয়ে দিয়েছে। যা নিয়েই এখন জোর চর্চা গোটা এলাকায়। 

Next Article