Nandigram: নন্দীগ্রামে দুটি পঞ্চায়েত সমিতিতেই বিজেপির সভাপতি, প্রত্যয়ী শুভেন্দু বলছেন ‘উন্নয়নকালের সূচনা’

Kanishka Maity | Edited By: Soumya Saha

Aug 14, 2023 | 11:57 PM

BJP in Nandigram: নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের ভোটাভুটিতে তৃণমূলের পক্ষে যায় ১৫টি ভোট এবং বিজেপির পক্ষে যায় ১৫টি ভোট। শেষ পর্যন্ত টস করে পঞ্চায়েত সমিতির বোর্ড যায় বিজেপির হাতে। অন্যদিকে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে ১৪-৭ ভোটে হারিয়ে বোর্ড গঠন করে বিজেপি।

Nandigram: নন্দীগ্রামে দুটি পঞ্চায়েত সমিতিতেই বিজেপির সভাপতি, প্রত্যয়ী শুভেন্দু বলছেন উন্নয়নকালের সূচনা
পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে
Image Credit source: Facebook

Follow Us

নন্দীগ্রাম: নন্দীগ্রামের দু’টি পঞ্চায়েত সমিতিই গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ উভয় পঞ্চায়েত সমিতিতেই তৈরি হল বিজেপির বোর্ড। এই প্রথম নন্দীগ্রামের এই দুই পঞ্চায়েত সমিতির বোর্ড গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের ভোটাভুটিতে তৃণমূলের পক্ষে যায় ১৫টি ভোট এবং বিজেপির পক্ষে যায় ১৫টি ভোট। শেষ পর্যন্ত টস করে পঞ্চায়েত সমিতির বোর্ড যায় বিজেপির হাতে। সভাপতি হন বিজেপির শ্যামল সাহু। অন্যদিকে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে ১৪-৭ ভোটে হারিয়ে বোর্ড গঠন করে বিজেপি। নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে সভাপতি হলেন বিজেপির জয়ী সদস্য বর্ণালী মণ্ডল।

এদিকে সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর ফেসবুকে দলীয় কর্মী-সমর্থক ও সমিতির সদ্য নির্বাচিত সভাপতিদের শুভেচ্ছা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘বিজেপির পঞ্চায়েত সমিতি নন্দীগ্রামে প্রমাণ করবে দুর্নীতি, সাম্প্রদায়িক রাজনীতি কিংবা কাটমানির নয় আগামী পঞ্চায়েত সমিতি হবে সেবা, সুশাসন, আর উন্নয়নের।’ নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি নিয়ে বেশ আশাবীদ তিনি। এখানে বিজেপির বোর্ড গঠনের মধ্য দিয়ে ‘নন্দীগ্রামে উন্নয়ন কালের শুভ সূচনা হল’ বলেই মনে করছেন নন্দীগ্রামের বিধায়ক।

উল্লেখ্য, শুধু পঞ্চায়েত সমিতিতেই নয়, গ্রাম পঞ্চায়েতেও বিজেপির দাপট দেখা গিয়েছে বোর্ড গঠনের সময়। শুভেন্দু অধিকারী সম্প্রতি জেলায় পঞ্চায়েত বোর্ডের একটি হিসেব নিকেশ পোস্ট করেছিলেন ফেসবুকে। সেখানে কোন কোন পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করেছে, আর কোন কোন পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গঠন হয়েছে, সেই তালিকা তুলে ধরেছিলেন বিরোধী দলনেতা। সেখানে দেখা গিয়েছে, নন্দীগ্রাম-২ ব্লকে বিজেপি সরাসরি পাঁচটি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। আর নন্দীগ্রাম-১ ব্লকে ছ’টি পঞ্চায়েতে সরাসরি বোর্ড গঠন করেছে পদ্ম শিবির এবং একটিতে বিজেপির সমর্থনে বোর্ড গঠন হয়েছে।

Next Article